মেঘনা সেতুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী তরুণের মৃত্যু হয়েছে। ১৮ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৬টায় মহাসড়কের মেঘনা ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ। নিহতরা হলেন- মুন্সিগঞ্জের গজারিয়া থানার মো. আলম শেখের ছেলে আশরাফুল আলম (১৭) এবং একই জেলা ও থানার সেলিম মিয়ার ছেলে অসিম (১৮)।পুলিশ জানায়, রাত সাড়ে ৬টা সময় মেঘনা ব্রিজের মাঝামাঝি স্থানে দ্রুত গতির একটি ট্রাকের সঙ্গে নিহত মোটরসাইকেল আরোহীদের সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনা ঘটার পর ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যায়।পরিবার ও পুলিশের বরাতে জানা গেছে, নিহত আশরাফুল আলম সোনারগাঁয়ের মেঘনা স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ও নিহত অসিম দাঊদকান্দির ড. মোশাররফ হোসেন কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী। তারা দুই বন্ধু দুপুরে মোটরসাইকেল করে সোনারগাঁ ঘুরতে আসে। ঘুরা শেষে তাদের বাসায় যাওয়ার পথে মেঘনা ব্রিজের উপরে মাঝামাঝি স্থানে অজ্ঞাত ট্রাকের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, মেঘনা ব্রিজের চট্টগ্রামগামী লেনে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ভিকটিমদের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক চালক এবং ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।