• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৮:২৯:০৩ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৮:২৯:০৩ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

উখিয়ায় প্রতিপক্ষের আঘাতে শিক্ষক নিহত

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় দোকান ভাড়াকে কেন্দ্র করে, কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের আঘাতে উখিয়া ডিগ্রি কলেজের শারীরিক বিদ্যা বিভাগের প্রভাষক মো. ইকবাল নিহত হয়েছেন।২০ এপ্রিল রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঘিলাতলী পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।এ ঘটনায় মো. শরিফ (৪৫) নামে একজনকে ঘটনাস্থল থেকে স্থায়নীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।আটক শরিফ রাজাপালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব শিকদার বিলের শামসুল আলমের ছেলে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে দোকান ভাড়ার ব্যাপারে শিক্ষক ইকবাল ও অভিযুক্ত শরিফের মধ্যে বাকবিতণ্ডা চলে। একপর্যায়ে শরীফ শিক্ষক ইকবালের গোপনাঙ্গে লাথি দিলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রভাষক ইকবালকে মৃত ঘোষণা করেন।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, এ ঘটনায় ঘাতক শরিফকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান