• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ রাত ০৮:৪৭:০৭ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ রাত ০৮:৪৭:০৭ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

উখিয়ায় আরসার গুলিতে র‍্যাব সদস্য আহত, আরসার ৫ সদস্য গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ ৫ জন আরসা সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব। এ সময় ৬টি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু বিভিন্ন অস্ত্রের অ্যামুনিশন উদ্ধার করা হয়।১১ জুলাই বৃহস্পতিবার ভোরে ১৫নং রোহিঙ্গা ক্যাম্পের মোছারখোলা নামক স্থানে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় র‍্যাবের এক সদস্য আহত হন।আটকরা হলেন, রোহিঙ্গা মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. নেছার (৩০), আব্দুল জব্বারের ছেলে আলম (১৮), মো. শাকের আহমেদের ছেলে মো. আবুল কালাম (২৮), বাশার ছেলে মো. আইয়ুব (২২) এবং বাংলাদেশি আ. রহমানের ছেলে আবুল হোসেন (২০)।বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।তিনি বলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫ এ সন্ত্রাসী সংগঠন আরসার একদল সদস্য বিপুল পরিমাণ অস্ত্রসহ ক্যাম্পে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ এর চৌকস একটি দল আরসা সন্ত্রাসীদের আস্তানার নিকট পৌঁছা মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আরসা সন্ত্রাসীরা র‍্যাবকে উদ্দেশ্যে করে গুলিবর্ষণ করতে থাকে। এতে র‌্যাবের একজন সদস্যও গুলিবিদ্ধ হয়ে আহত হয়। বর্তমানে তিনি রামু সিএমএইচ-এ চিকিৎসাধীন। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান