• ঢাকা
  • |
  • বুধবার ৫ই অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:১৮:২৫ (19-Nov-2025)
  • - ৩৩° সে:

কাউখালীতে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ নেতা গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি: নাশকতা ও সহিংসতার প্রস্তুতির অভিযোগে রাঙামাটির কাউখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।১৭ নভেম্বর সোমবার ও ১৮ নভেম্বর মঙ্গলবার কাউখালী থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতাররা হলেন- কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কনিষ্ঠ বড়ুয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রশিদ খন্দকার, বেতবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের উপ-তথ্য ও গবেষণা সম্পাদক মো. সোহাগ ও ঘাগড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো. সাগর।গ্রেফতার পাঁচজনের মধ্যে দুজন উপজেলার কলমপতি ইউনিয়ন, দুজন ঘাগড়া ইউনিয়ন ও একজন বেতবুনিয়া ইউনিয়নের বাসিন্দা।কাউখালী থানার ওসি সাইফুর রহমান সোহাগ জানান, মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলাতক শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে আসামিরা উপজেলার বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহজনক আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান