মুরাদনগরে ধর্ম নিয়ে কটূক্তি, গ্রেফতার-১
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মো. শাহীন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।১৯ জানুয়ারি সোমবার বিকেলে মুরাদনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এর আগে, ১৮ জানুয়ারি রোববার রাতে মো. শাহীন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ওই পোস্ট দেন।গ্রেফতার মো. শাহীন উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা ও যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও উপজেলা জাসাস এর যুগ্ম আহ্বায়ক।অভিযোগ রয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর স্ত্রীদের নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেন।পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে মো. শাহীন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ওই পোস্ট দেন। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা প্রতিবাদ জানালে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হাসান খান জানান, মো. শাহীনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনার সাথে কোনো বিদেশি সংস্থা জড়িত আছে কি না খতিয়ে দেখছি। সামাজিক সম্প্রীতি রক্ষায় এ ধরনের ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।