মহেশখালীতে দুর্ধর্ষ সন্ত্রাসী লইক্যা গ্রেফতার
সাইফুল ইসলাম সায়েফ, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে সিএনজি চালকের হাত কেটে নেওয়া ও বহু মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী আবদুর রহিম প্রকাশ ওরফে লইক্যা (৪২)কে গ্রেফতার করেছে পুলিশ।২২ মার্চ বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লইক্যা উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়া কাটা গ্রামের আনু মিয়ার পুত্র।মহেশখালী থানার তথ্য মতে, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সিএনজি চালকের হাত কেটে নেয়ার কথা স্বীকার করে সে। পরে তার দেওয়া তথ্য মতে, ২২ মার্চ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় কালালিয়াকাটা গহীন পাহাড় থেকে একটি ধারালো দা ও প্লাস্টিকের বস্তা মোড়ানো অবস্থায় একটি দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান, আলোচিত সিএনজি চালকের হাতের কব্জি কেটে নেওয়ার ঘটনায় তাকে গ্রেফতার দেখানোসহ পৃথকভাবে তার বিরুদ্ধে অস্ত্র মামলার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে ইতোমধ্যে হত্যা মামলা, ডাকাতিসহ গণধর্ষণ, মোট চারটি গ্রেফতারি পরোয়ানা মুলতবি অবস্থায় পাওয়া গিয়েছে।উল্লেখ্য: ১০ জানুয়ারি পূর্ব শত্রুতার জের ধরে দিনদুপুরে ধরে পাহাড়ে নিয়ে গিয়ে কালারমারছড়ার ইউনিয়নের মোকাররম নামের এক সিএনজি চালক হাতের কব্জি কেটে নেয়। এই ঘটনায় মামলা হলে এর পর থেকে পলাতক ছিল।