• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:২৬:২৯ (30-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৫ই শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:২৬:২৯ (30-Jul-2025)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে পরিচিত সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের নিউ মডেল জনতা উচ্চ বিদ্যালয়ে   নবনির্বাচিত এডহক কমিটির পরিচিতি সভা, ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।আজ ২৯ জুলাই মঙ্গলবার সকালে অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের মাঠে ফলদ ও পরিবেশবান্ধব গাছ রোপণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নবগঠিত কমিটির সম্মানিত সভাপতি ও শিক্ষানুরাগী মজিবুল হক রনি। তিনি নবগঠিত কমিটিসহ সকলকে অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার ও শিক্ষার্থীদেরকে সুশিক্ষা অর্জনের মাধ্যমে সমাজে অবদান রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল মালেকের সভাপতিত্বে শিক্ষক প্রতিনিধি আফসার উদ্দিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কমিটির অভিভাবক সদস্য আহমদ উল্যাহ্, সমাজ সেবক ওসমান খান, পূর্ব চরমটুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেল মাহমুদ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ খান ছোটন, উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকছুদুর রহমান, আব্দুর রহিম, নবম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান