• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই চৈত্র ১৪৩১ দুপুর ০২:২৭:১৭ (25-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই চৈত্র ১৪৩১ দুপুর ০২:২৭:১৭ (25-Mar-2025)
  • - ৩৩° সে:

সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন লালমনিরহাটের মিজান

লালমনিরহাট প্রতিনিধি: সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন  অ্যাডভোকেট এম মিজানুর রহমান। ২০ মার্চ বৃহস্পতিবার দুপুরে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগদান করেছেন তিনি। যোগদান করেই সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন এম মিজানুর রহমান।জানা যায়, অ্যাডভোকেট এম মিজানুর রহমান লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মরহুম আলহাজ্ব মো. আজিজার রহমান এবং মাতা আলহাজ্ব মোছা. আমিনা বেগমের চতুর্থ ছেলে। তিনি ২০১২ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৯ সালে নিজ জেলা লালমনিরহাট জেলা বার এসোসিয়েশনের সদস্যপদ নেন। এ ছাড়াও তিনি মানবাধিকার কর্মী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের একজন লাইফ মেম্বার ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক।মিজানুর রহমানের সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ায় নিজ জেলা লালমনিরহাটের আদিতমারী গ্রামে বইছে খুশির আমেজ।অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, সম্প্রতি দেশের  জনসাধারণের সমর্থনে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের যে নতুন অগ্রযাত্রা শুরু হয়েছে, আমি আমার সর্বোচ্চ সততা, দক্ষতা এবং দেশপ্রেম দিয়ে তা সমুন্নত রাখতে সচেষ্ট থাকব।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান