• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই মাঘ ১৪৩১ সকাল ১১:১২:৩৬ (26-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৩ই মাঘ ১৪৩১ সকাল ১১:১২:৩৬ (26-Jan-2025)
  • - ৩৩° সে:

ভোলাহাটে বিএনপির ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় দীর্ঘ ১৬ বছর পর বিএনপির ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।৪ ডিসেম্বর বুধবার বিকালে উপজেলার রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউট মাঠে এই সম্মেলনের আয়োজন করে ভোলাহাট উপজেলা বিএনপি।এসময় ভোলাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াজদানী আলিম আল জর্জের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।বক্তারা আওয়ামী সরকারের বিভিন্ন ফ্যাসিবাদী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী সন্ত্রাসীরা ভোলাহাট উপজেলায় যে রাম রাজত্ব প্রতিষ্ঠা করেছিল তা এর আগে কোনো সরকারের আমলে দেখা যায়নি। এ দীর্ঘ সময়ে তারা ভোলাহাট উপজেলার বিএনপির নেতাকর্মীদের নানা মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করেছিল। আমরা কর্মী সম্মেলন তো দূরের কথা নিজেদের অফিসে বসে কোনো আলোচনাও করতে পারিনি।বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের কারণে গত ১৬ বছর উপজেলায় বিএনপির কোনো সম্মেলন করা সম্ভব হয়নি। সর্বশেষ সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয় ২০০৮ সালে। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে পরিবর্তিত এই সময় আমরা ভোলাহাট উপজেলা বিএনপি ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন করতে সক্ষম হয়েছি। আগামী ৩ বছর ভোলাহাট উপজেলায় দলের কর্মকাণ্ডকে গতিশীল করার আহ্বান জানান।উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু, সদস্য মোজাম্মেল হক চুটু, এনায়েত করিম তোকি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান, বিএনপি নেতা নূরুল ইসলাম সেন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজাসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।সম্মেলনে ভোলাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াজদানী আলিম আল জর্জকে সভাপতি ও আব্দুল কাদেরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান