ভোলাহাট কলেজের ৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ জনই অকৃতকার্য
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজে শিক্ষকের সংখ্যা ১৭ জন। এ বছর কলেজটি থেকে এবারের এইচএসসি পরীক্ষায় মাত্র ৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে অকৃতকার্য হয়েছে ৩ শিক্ষার্থী।২৬ নভেম্বর রোববার বেলা ১১টায় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে দেখা যায়, ভোলাহাট কলেজ থেকে দুটি বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেন মাত্র ৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে বাণিজ্য শাখা থেকে পরীক্ষায় অংশ নেয় একমাত্র শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। এছাড়া সাধারণ বিভাগ থেকে অংশ নেয় ৪ জনের মধ্যে একজন পরীক্ষায় পাস করলেও ৩ জনই অকৃতকার্য হয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের ইমামনগর বাজার এলাকায় কলেজটি ২০০৫ সালে স্থাপিত হয়। এ বছরের এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে বাণিজ্য ও সাধারণ শাখা থেকে ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শিক্ষার্থী না থাকায় বিজ্ঞান বিভাগ থেকে কেউ পরীক্ষায় বসেনি।এ বিষয়ে ভোলাহাট কলেজের অধ্যক্ষ মাসুদ রানা মুঠোফোনে বলেন, এ বছর যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলো, তাদের পড়াশোনায় তেমন আগ্রহ ছিলো না। যার কারণে ৫ জন শিক্ষার্থীর মধ্যে ২ জন পাস করেছে এবং বাকি ৩ জন ফেল করেছে।তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে কলেজটিকে ধরে রেখেছি আমরাই। কলেজটিতে বর্তমানে ১৭ জন শিক্ষক আছে। এমপিওভুক্ত কলেজ না হওয়ায় এখানে শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ খুবই কম। যার কারণে বেশি শিক্ষার্থী নেই এই কলেজে।ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার জাহান বলেন, কলেজটি দীর্ঘদিন এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, এলাকার সচেতন মহল কলেজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। আর একারণেই কলেজের এতটা ভরাডুবি।চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা বলেন, ভোলাহাট কলেজ সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে।