গুরুদাসপুরে প্রশাসনের সাথে বৈষম্যবিরোধী ছাত্রদের মতবিনিময় সভা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: চলমান পরিস্থিতি মোকাবেলায় নাটোরের গুরুদাসপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন।১৩ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে সভায় উপজেলার সকল দপ্তরের কার্যক্রমে সচ্ছলতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্তভাবে সেবা প্রদানে প্রয়োজনীয় প্রদক্ষেপের দাবি জানিয়ে বক্তব্য রাখেন সমন্বয়কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র স্বাধীন, শহীদ সোরাওয়াদী মেডিকেল কলেজে অধ্যয়নরত ছাত্র অমিত্য সরকার, মুন্না ও অনিক।এসময় উপজেলার সকল দপ্তরের দপ্তর প্রধানগণ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।