অপরাধীরা যত বড়ই শক্তিশালী হোক, ছাড় দেয়া হবে না: ওসি রাশেদুল
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামে লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেছেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ যেকোন অপরাধ নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। তাহলেই অপরাধীরা অপরাধ করে সহজে পার পাবে না। অপরাধীরা যত বড়ই শক্তিশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।৩০ সেপ্টেম্বর শনিবার দুপুরে লোহাগাড়া থানা পুলিশের আয়োজনে চুনতি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।চুনতি পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই জালাল উদ্দীনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনতি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহে আলম পল্টু, লোহাগাড়া উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক নাছির উদ্দিন।প্রধান অতিথির বক্তব্যে ওসি রাশেদুল ইসলাম বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশ নিরলসভাবে কজ করে যাচ্ছে। কৃষকের গরু চুরি , কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধে রাতের বেলায় পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।এসময় স্কুল-কলেজ পড়ুয়া সন্তানকে নজরদারিতে রাখার জন্য অভিভাবকদের আহ্বান জানান তিনি।সভায় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, চুনতি বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, আওয়ামী নেতা শাহাব উদ্দিন, হুমায়ূন রশীদ, জাহাঙ্গীর আলম, ইউ পি সদস্য জাফর আলম, মোহাম্মদ এন্তেজার , মো. ইয়াসিন প্রমুখ।সভায় বিভিন্ন জনপ্রতিনিধি, সমাজের সর্বস্তরের মানুষ তাদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন।