• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই বৈশাখ ১৪৩১ রাত ১২:৪৯:০৬ (28-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৪ই বৈশাখ ১৪৩১ রাত ১২:৪৯:০৬ (28-Apr-2024)
  • - ৩৩° সে:

গোপালগ‌ঞ্জে ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে ২ জনের মৃত্যু

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগ‌ঞ্জের কাশিয়ানীতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতের তারে জড়িয়ে দুই জনের মৃত্যু হয়েছে। ২৩ মার্চ শনিবার রাতে উপজেলার নি‌শ্চিন্তপুর গ্রা‌মের পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।জানা গেছে, শনিবার রাতে নিশ্চিন্তপুর গ্রামের মান্নান শেখের ছেলে কালু শেখ (২৫) বোরো ধানের জমিতে পুঁতে রাখা বাঁশ তুলতে গিয়ে পথিমধ্যে ওই গ্রামের হারুন মোল্লার জমিতে দেয়া ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়। দীর্ঘক্ষণ বাড়িতে না আসায় তার স্ত্রী তাকে খুঁজতে গিয়ে দেখে মৃত অবস্থায় সে পড়ে রয়েছে হাতে তার জড়িয়ে।অন্যদিকে, একই গ্রামের বিশ্বেস্বর বিশ্বাসের ছেলে সোনাতন বিশ্বাস (৬৫) বিদ্যুতের তারে জড়িয়ে লোক নিহতের ঘটনা শুনে দেখতে যাবার পথে বাড়ির কাছেই তাজির মিয়ার জমিতে দেয়া বিদ্যুতের ফাঁদে জড়িয়ে পড়েন। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এদিকে, কালু শেখ ও সোনাতন বিশ্বাসের পরিবার যাতে মামলা না করেন সেজন্য নিজামকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের কিছু নেতা ও স্থানীয় মাতব্বরের মাধ্যমে টাকা দিয়ে সমাধান করা হয়।রামদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে সোনাতন বিশ্বাসের মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কালু শেখের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ পাঠানো হয়েছে।তিনি আরো বলেন, কালু শেখের বাবা মান্নান শেখ ও সোনাতন বিশ্বাসের ছেলে বিশ্বজিৎ বাদী হয়ে দুটি অপমৃত্যুর মামলা করেন।  পল্লী বিদ্যুৎ রামদিয়া সাব জোনাল অফিসের এজিএম মো. আকরাম হোসেনের কাছে বিসয়টি জানতে চাইলে তিনি বলেন, আমরা কিছুদিন আগে মাইকিং করে সতর্ক করেছি। আর জাদের লাইন থেকে লোক মারা গেছে তাদের লাইটি বিচ্ছিন্ন করা হবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান