• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ১০:২৮:৪৫ (15-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ১০:২৮:৪৫ (15-Sep-2024)
  • - ৩৩° সে:

বরিশালে বাসের চাপায় মেডিকেলের ছাত্র নিহত

বরিশাল প্রতিনিধি: বরিশাল জেলার বাবুগঞ্জের রহমতপুর ব্রীজের ঢালে যাত্রীবাহী বাসের চাঁপায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে মোটর সাইকেল অরোহী অপর কলেজ ছাত্র।১০ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে আটটার দিকে দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে।নিহত শিক্ষার্থী মো. তাজনিম রহমান খান শ্রাবন (২০) গাজীপুরের ধনুয়া এলাকার ৫৭০ নম্বর বাসার বাসিন্দা সাইদুর রহমান খানের ছেলে। সে বাবুগঞ্জের মাধপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গ্রামের মোহনগঞ্জ বাজার সংলগ্ন নানা বাড়ী থেকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজে পড়াশুনা করতো বলে মামা মো. পনির জানিয়েছেন।আহত অপর শিক্ষার্থী একই ইউনিয়নের পাংশা চাপরাশি বাড়ির বাসিন্দা মোতালেব হোসেনের ছেলে মো. মারুফ (২০)। তাকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারুফ বাবুগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. শামীম হোসাইন জানান।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ইলিশ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিলো। নিহত শ্রাবন ও মারুফ মোটর সাইকেলে রহমতপুর ব্রীজ থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলো। ব্রিজের ঢালে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শ্রাবন মারা গেছেন। গুরুতর আহত মারুফকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ফায়ার সার্ভিস আরও জানায়, বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হওয়ার পর মোটর সাইকেলে আগুন ধরে যায়। তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তারা গিয়ে বাসের চালকসহ কোন যাত্রী পাননি। পরে মরদেহ ও বাস পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান