• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ১০:২০:২৩ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ১০:২০:২৩ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

রাজাপুরে হিফয ছাত্রীদের সংবর্ধনা ও বিদায়ী অনুষ্ঠান

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার রাজাপুর থানার শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসা-ই রহিমা খাতুন লিল-বানাত (মহিলা মাদরাসা) এর হিফজ সমাপনী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।২৯ আগস্ট বৃহস্পতিবার বিকেলে মাদরাসা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রতিষ্ঠানের সভাপতি মুহাম্মদ এম. এ. ওয়াদুদের সভাপতিত্বে মাওলানা সিফাতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা আলাউদ্দিন পিরোজপুরী দামাত বারাকাতুহুম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মুফতী নিয়ামত উল্লাহ, হযরত মাওলানা জয়নাল আবেদীন সাবেরী, হাফেজ মাওলানা ক্বারী মুহাম্মদ সিফাতুল্লাহ, ক্বারী মুহাম্মদ মুজিবর রহমান, মাওলানা লতিফুর রহমান, হাফেজ ইমামুদ্দীন প্রমুখ।এ সময় উপস্থিত মেহমানবৃন্দ কোমলমতি শিশু ও ছাত্রীদের কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত, আরবী বক্তৃতা, ইংরেজি বক্তৃতা, হাদীস শরীফ, জরুরি দু’আ-মাসায়েল শুনে অভিভূত হন ।অনুষ্ঠানে হিফজ সমাপ্তকারী এক শিক্ষার্থীর পিতা বলেন, আজ আমার খুব আনন্দ লাগছে, কারণ আমার সন্তান পবিত্র কুরআনুল কারীমের হিফজ সম্পন্ন করেছে। আমি আশা করছি, আমার সন্তানসহ এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একদিন সমাজ ও দেশ আলোকিত করবে।দেশ ও জাতির কল্যাণ কামনা করে প্রধান অতিথির বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান