রাজাপুরে রেহেনা হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার সাংগর এলাকার শহিদ হাওলাদার-এর মেয়ে রেহেনা বেগম হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী আরিফ খলিফার ফাঁসি চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্বজনসহ এলাকাবাসী।১৪ ডিসেম্বর রোববার সকালে রাজাপুর প্রেসক্লাবের সামনে নিহতের স্বজনসহ স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন ও সড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত রেহেনার পিতা শহিদ হাওলাদার, ভাবি রহিমা বেগম, মনির হোসেন, জাকির হোসেনসহ আরো অনেকে।বক্তারা বলেন, পারিবারিক কলহের জেরে রেহেনা বেগমকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তারা স্বামী আরিফ খলিফাসহ অভিযুক্তদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়।এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু ঘটনাস্থল ঢাকায়, তাই মামলাটি ঢাকায় করার জন্য পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।