• ঢাকা
  • |
  • সোমবার ১০ই আশ্বিন ১৪৩০ বিকাল ০৩:৫৮:০৪ (25-Sep-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১০ই আশ্বিন ১৪৩০ বিকাল ০৩:৫৮:০৪ (25-Sep-2023)
  • - ৩৩° সে:

রাজাপুরে বিএনপির রোড মার্চ

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষে ঝালকাঠির রাজাপুরে রোড মার্চ কর্মসূচি পালন করছে বিএনপি। ২৩ সেপ্টেম্বর শনিবার দুপুর ২টায় উপজেলার প্রবেশদ্বার বাড়ইবাড়ী থেকে রোড মার্চ শুরু করা হয়। রোড মার্চে নেতৃত্ব দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোড মার্চটি উপজেলা শহরের মেডিকেল মোড় চত্তরে অবস্থান করে পথসভা করে। দুপুর সাড়ে তিনটার দিকে পথ সভা শেষ হয়। পথ সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সৈয়দ নজরুল ইসলাম খান।রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বীর উত্তম, সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, সাবেক এমপি হারুন অর রশিদ, কেন্দ্রীয় নেতা আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, কাজী রওনাকুল ইসলাম টিপু, নাজিমুদ্দিন আলম, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ রাজাপুর ও কাঠালিয়ার স্থানীয় নেতৃতৃন্দ।পথ সভায় পার্শবর্তী কাঠালিয়া উপজেলার বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১০টায় বরিশাল বেলস পার্ক থেকে এ রোড মার্চ শুরু হয়। রোডমার্চটি ঝালকাঠি ও রাজাপুর হয়ে পিরোজপুরে গিয়ে শেষ হয়।পথ সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার অবৈধ সরকার। এই সরকারের হাতে এ দেশ নিরাপদ নয়। এই অবৈধ সরকারের অধীনে কোনও নির্বাচন হতে দেয়া যাবে না। আন্দোলন করে এই সরকারের পতন ঘটাতে হবে। পথসভায় বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতা-কর্মী অংশ গ্রহণ করেন। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান



ASIAN TV