খানসামায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় ২ মাদক কারবারিকে আটক করেছে খানসামা থানা পুলিশ। ১৪ অক্টোবর শনিবার দুপুরে উপজেলার পশ্চিম ঘাটপার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারা হলেন, মো. মুন্না (২১) এবং অমিত হাসান (২২)। তাদের কাছ থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম ঘাটপার এলাকার গোবিন্দপুর জামে মসজিদের সামনে থেকে এসআই তসিরে নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. মুন্না ও অমিত হাসান নামে ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মুন্না খানসামা উপজেলার পশ্চিম ঘাটপার এলাকার মৃত আবেদ আলীর ছেলে অন্যদিকে অমিত হাসান বীরগঞ্জ উপজেলার তুলশীপুর গ্রামের মো. খায়রুল ইসলামের ছেলে।এ ঘটনায় খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আমাদের এ ধরনের অভিযান ভবিস্যতেও অব্যাহত থাকবে।গ্রেফতার দুজনকে মাদক মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।