খানসামায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় পল্লী ইসলামী সংস্থা ও মাই ফেস ওয়াটার টেকনোলজির উদ্যোগে অনুষ্ঠানে শীতার্ত বৃদ্ধ ও শিশুদের মাঝে ১ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।৭ জানুয়ারি মঙ্গলবার দিনাজপুরের খানসামা উপজেলার খামার বিষ্ণুগঞ্জ চৌধুরী হাটকিমিল চত্বরে পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজির পরিচালক মো. লিয়ন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. আনোয়ার হোসেন এবং সম্মানিত অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির ও চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন মোল্লা।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা থানার অফিসার ইনচার্জ মো. নজমুল হক, খানসামা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল কুদ্দুস চৌধুরী, খানসামা পল্লী উন্নয়ন সংস্থার সভাপতি মো. মোনাজাত চৌধুরী, হুমায়ুন কবির শাহ তুহিন, সভাপতি মোজাফফর হোসেন, সিনিয়র সহ-সভাপতি তফিজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল প্রমুখ।