• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ বিকাল ০৫:১৮:৫৭ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ বিকাল ০৫:১৮:৫৭ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

কোটা আন্দোলনে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে খানসামায় বিক্ষোভ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: কোটা আন্দোলনে শিক্ষার্থী নিহতের প্রতিবাদ, কোটা সংস্কার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরের খানসামায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১৭ জুলাই বুধবার সকালে সাধারণ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে উপজেলার নিউ পাকেরহাট মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পাকেরহাটের গ্রোয়ার্স মার্কেটে এসে শেষ হয়। এরপর শাপলা চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলে তারা স্লোগান দেন, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘আঠারোর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘কোটা ছেড়ে কলম ধর, যোগ্যতার প্রমাণ কর’, ‘এক দফা এক দাবি, কোটা নট কাম ব্যাক’, ‘সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে’, ‘আমার ভাই মরলো কেনো? প্রশাসন জবাব চাই জবাব চাই’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’।গত মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে একই স্থানে কোটা সংস্কারের দাবি ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগানে স্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কোটা আন্দোলনে শিক্ষার্থী নিহতের সুষ্ঠু বিচার, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, আন্দোলনরত শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বৈষম্যমূলক কোটা সংস্কারের এক দফা এক দাবি বাস্তবায়নে সরকারের কাছে জোর দাবি করেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান