• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৮:০১ (28-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৮:০১ (28-Apr-2024)
  • - ৩৩° সে:

মাদকাসক্ত অবস্থায় বাবাকে ছুরিকাঘাতের চেষ্টা, ছেলে কারাগারে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: মাদকাসক্ত অবস্থায় দিনাজপুরের খানসামায় বাবাকে ছুরিকাঘাতের চেষ্টাকালে মজিবর রহমান (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্বজনরা। আটক যুবক বর্তমানে কারাগারে বলে জানা যায়।১২ এপ্রিল শুক্রবার সকালে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের পূর্ব বাসুলী এলাকায় এ ঘটনা ঘটে। ১৩ এপ্রিল শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত মজিবর রহমান (২৫) ওই এলাকার ৮০ বছর বয়সী সাবান আলী ছেলে। সে একটি এনজিওতে বর্তমানে কর্মরত রয়েছে।থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাদকাসক্ত অবস্থায় ওই গ্রামের সাবান আলীর ছেলে মজিবর রহমান বাবাকে গালিগালাজ করতে থাকে। সাবান আলী ছেলের এমন আচরণ সহ্য করতে না পেরে প্রতিবাদ জানালে বাপ-ছেলের মধ্যে তর্ক-বির্তকের  এক পর্যায়ে মজিবর রহমান ছুরি দিয়ে তার বাবাকে আঘাত করার চেষ্টা করে। এতে সাবান আলী গুরুতর আহত হন।এই সময় প্রতিবেশী শাহিন ইসলাম (২২) ও অবিল আলী (৪০) এগিয়ে আসলে তাদেরকেও ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে। এতে আশপাশের মানুষ আতঙ্কিত হয়। পরবর্তীতে স্থানীয়রা অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে খানসামা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মজিবরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।তারা আরও বলেন, এলাকায় মাদক ব্যবসায়ীদের মাদক বিক্রি ও অনলাইন জুয়ার  কারণে ভুল্লির বাজার ও বটতলা বাজার এলাকায় এমন ঘটনা প্রায় প্রতিনিয়তই দেখা যায়।  এ কারণে এলাকায় চুরি ছিনতাইয়ের প্রবণতা বেড়ে গেছে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী বলেন, মজিবর রহমান দীর্ঘদিন থেকে মাদক সেবন করে অস্বাভাবিক আচরণ করে আসছে। এতে প্রায় সময়ই তাদের পরিবারে ঝগড়াঝাটি হয়। স্থানীয় লোকজন এগিয়ে না আসলে এদিন তার বাবা বড় দুর্ঘটনার কবলে পড়তো। এদের বিরুদ্ধে প্রশাসন ও পুলিশের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।অভিযুক্ত ওই ছেলের বাবা সাবান আলী বলেন, এমন ছেলের হাতে কোন বাবা নিরাপদ নয়। তাই সংশোধনের সুযোগ দিতে থানা পুলিশে খবর দিয়ে ধরিয়ে দিয়েছি।  বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম  বলেন, খবর পেয়ে বাবাকে ছুরিকাঘাতের চেষ্টার সময় মাদকাসক্ত অবস্থায় অভিযুক্ত যুবককে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে মাদক নির্মুলে সকলের সহযোগিতা চান তিনি।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান