• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই আশ্বিন ১৪৩০ সকাল ১১:০৩:৪৩ (02-Oct-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৭ই আশ্বিন ১৪৩০ সকাল ১১:০৩:৪৩ (02-Oct-2023)
  • - ৩৩° সে:

আদিতমারীতে খেলতে গিয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে বিদ্যালয় মাঠে খেলতে গিয়ে গলায় ও বুকে আঘাত লেগে মো. শাহাদাত হোসেন (১০) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।৩০ আগস্ট বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার কিসামত চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।নিহত শাহাদাত হোসেন আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের ভেটেশ্বর এলাকার মিজানের ছেলে। সে কিসামত চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ১১টায় সকালে স্কুল ছুটি হলে আরেক শিশুর সঙ্গে দোলনায় খেলা করছিল শাহাদাত। এ সময় অসাবধানতায় তার গলায় ও বুকে আঘাত লাগে। এতে তার শরীর নিস্তেজ হয়ে পড়ে। পরে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা রংপুর হাসপাতালে স্থানান্তরিত করে। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ওসি মোজাম্মেল বলেন, খেলার সময় গলায় ও বুকে আঘাত লাগে ওই শিশুর। পরে হাসপাতালে নিলে শিশুটির মৃত্যু হয়।এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান



ASIAN TV