• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ১১:০৬:০৮ (15-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ১১:০৬:০৮ (15-Sep-2024)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে নিজ বাড়ি থেকে তাহমিদুল রহমান তারা মিয়া (৪০) নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।৩১ আগস্ট শনিবার উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপের বাজার এলাকা থেকে আদিতমারী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত তাহমিদুল রহমান তারা ওই এলাকার মৃত আহমেদের ছেলে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা তারা মিয়ার নিজ বাড়িতে গলা কেটে খুন করে। তিনি তার ঘরে একাই থাকতেন। তার স্ত্রী ৭ বছর থেকে প্রবাসে রয়েছেন। পরিবার বাইরে থাকার সুযোগে কেউ তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। পরে সকালে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।মৃত তাহমিদুল রহমান তারার ভাই ইউপি মেম্বার মুকুল জানায়, আমার ভাই খুবই সাদামাটা জীবন যাপন করতেন। তার বউ বিদেশে থাকে। কে বা কাহারা রাতে আমার ভাইকে খুন করে পালিয়ে গেছে। আমরা এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই।আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবি জানান, প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি তাকে খুন করা হয়েছে। তার গলায় কাটা দাগ রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান