• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১০:৫৩:৪৩ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১০:৫৩:৪৩ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

বাংলাদেশ থেকে উদ্ধার সিকিমের শিক্ষামন্ত্রীর মরদেহ হস্তান্তর

লালমনিরহাট প্রতিনিধি: ভারতের সিকিমের সাবেক শিক্ষামন্ত্রী আরসি পাউডিয়ালের মরদেহ হস্তান্তর করা হয়েছে। ১৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়। ৮ জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।এর আগে সোমবার আদিতমারী উপজেলার তিস্তা নদীর চরে প্রাপ্ত অজ্ঞাতনামা মরদেহটি ভারতের সিকিম রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী আরসি পাউডিয়াল (RC Poudyal)'র বলে নিশ্চিত করেন আদিতমারী থানা পুলিশ।ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী জানান, ১৫ জুলাই আদিতমারী থানার মহিষখোঁচা ইউনিয়নের গোবর্ধন গ্রামস্থ তিস্তা নদীর চরে প্রাপ্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা গেছে। মরদেহটি ভারতের সিকিম রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (Mr. RC Poudyal) এর মর্মে জানা গেছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। ওই মরদেহ মঙ্গলবার ১৬ জুলাই বুড়িমারী চেকপোস্ট দিয়ে হস্তান্তর করা হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, তিনি সিকিমের পাকিয়ং জেলার ছোটা সিংটাম এলাকায় অবস্থিত তার নিজ বাসভবন থেকে এক আত্মীয়ের সাথে দেখা করতে বের হন। কিন্তু বিকেলের মধ্যে ফিরে আসার প্রতিশ্রুতি দিলেও তিনি আর বাসায় ফেরেননি। তিনি যখন বাড়ি থেকে বের হন তার পরনে একটি হালকা নীল কোর্তা, সাদা পায়জামা, নেপালী একটি টুপি ছিল। হাতে ছিল একটি লাল ছাতা ও একটি কালো হাঁটার লাঠি।অপরদিকে মহিষখোচা ইউনিয়নের স্পার বাঁধ এলাকার তিস্তা নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ। তখন প্রাপ্ত মরদেহের হাতে একটি ঘড়ি ও মুখে পাকা দাড়ি থাকলেও পরনে কোনো পোশাক ছিল না। আর মরদেহে পচন ধরেছিল।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান