• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে পৌষ ১৪৩২ সকাল ০৭:০৫:৩৭ (13-Jan-2026)
  • - ৩৩° সে:

ঘিওরে ডিবির অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮৫ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা।৬ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২টায় মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন বাইলজুরি এলাকার ঘোনাপাড়ায় এ অভিযান চালানো হয়। মানিকগঞ্জের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে।গ্রেফতার ২ জন হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইটাহারী গ্রামের মো. হাবিবুর রহমান (৩৯) ও ঘিওর উপজেলার বাইলজুরি এলাকার মো. আফজাল হোসেন (৪২)।পুলিশ জানায়, গ্রেফতারের সময় হাবিবুর রহমানের কাছ থেকে ৫০ গ্রাম এবং আফজাল হোসেনের কাছ থেকে ৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেফতার দু’জনই মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।পুলিশ আরও জানায়, এ ঘটনায় ঘিওর থানায় একটি মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান