প্রকাশিত হয়েছে সামছুল আলম সাদ্দামের ‘আমাদের ছোট রাসেল সোনা’
নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত হয়েছে কবি, প্রাবন্ধিক ও শিল্প সমালোচক সামছুল আলম সাদ্দামের বই ‘আমাদের ছোট রাসেল সোনা’। বইটি প্রকাশ করেছে বই বাজার প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন মাহাবুবুল আলম।সামছুল আলম সাদ্দামের জন্ম কুমিল্লার লক্ষীপদুয়ায়। বেড়ে ওঠা ঢাকাতেই৷ লেখেন বিশ্বাসের কথা, বাস্তবতার কথা। আইন পেশায় উচ্চশিক্ষা গ্রহণ করলেও প্রবল আগ্রহ সাহিত্যের নানা বিষয় নিয়ে। ক্যারিয়ারের অনেকটা সময় কাজ করেছেন দেশের শীর্ষস্থানীয় ল' ফার্মে। তবে শৈশব থেকেই লেখার প্রতি প্রবল আগ্রহ তার সাহিত্যেপ্রেমী মনকে বাস্তবতার মরিচিকায় হারিয়ে যেতে দেয়নি। তার লেখায় রচনাশৈলীর বিচিত্র কৌশল আর গভীর জীবন বোধের রসায়ন বরাবরই পাঠক মহলে প্রসংশা কুড়িয়েছে।প্রায় দুই দশক ধরে আওয়ামী ছাত্র রাজনীতি একাল-সেকালের সাক্ষী সামছুল আলম সাদ্দামের দেশসেরা নানা প্রকাশনা থেকে ইতোমধ্যে দশটি বই প্রকাশিত হয়েছে। প্রাপ্তির ঝুড়িতে তুলেছেন একাধিক সন্মাননাও। তার লেখা বইয়ের মাঝে আমার দেখা বঙ্গবন্ধু, জননেত্রী ও একটি বাংলাদেশ পাঠক মহলে জনপ্রিয়তার শীর্ষে। লেখালেখির পাশাপাশি বঙ্গবন্ধুর জীবনবোধ ও সাহিত্য দর্শন নিয়ে গবেষণা করছেন তিনি। তৃণমূল থেকে উঠে আসা এই ছাত্রনেতা বর্তমানে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।লেখকের সর্বশেষ প্রকাশিত ‘আমাদের ছোট রাসেল সোনা’ শিরোনামের বইটিতে দশ অধ্যায়ে মোট পৃষ্ঠা সংখ্যা ৯৫ টি। বইয়ের মুদ্রিত মূল্য ২৫০ টাকা৷ ২৫ শতাংশ ছাড়ে বইটি রকমারি ডটকমে এবং অরন্যক ডটকমে থেকেও সংগ্রহ করা যাবে।