• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ১০:২৩:২২ (15-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ১০:২৩:২২ (15-Sep-2024)
  • - ৩৩° সে:

চাঁদাবাজদের ক্ষমতায় যেতে দেবেনা শিক্ষার্থীরা: নুর

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, রাজনৈতিক দলগুলোর অতীত আমলনামা খুব একটা ভালো না। যে লংকায় যায় সেই রাবণ হয়। সেই চিত্র আমরা দেখেছি। আমরা দেখতে পাচ্ছি, এক ফ্যাসিবাদ গেলেও আরেক ফ্যাসিবাদ তৈরি হওয়ার প্রক্রিয়া চলছে। কারণ বিভিন্ন জায়গায় আগে যেখানে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের লোকেরা চাঁদা নিতো, টেন্ডারবাজি করত, বিভিন্ন দখল নিয়ন্ত্রণ করতো, সেখানে এখন কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা একই কাজ শুরু করে দিয়েছে। তাই আর চাঁদাবাজদের ক্ষমতায় যেতে দেবে না সাধারণ শিক্ষার্থী ও জনতা।৭ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচরের পাঁচ্চর গোল চত্বর বাস স্ট্যান্ড এলাকায় মাদারীপুর জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নুরুল হক নুর বলেন, পরিস্থিতি বিবেচনায় আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দিয়েও নির্বাচন করতে পারে। পুরোনো রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা, কর্ম পদ্ধতি আমরা দেখেছি। যেই লাউ, সেই কদু। কাজেই আমরা চাই না যেই লাউ সেই কদু হোক।তিনি আরও বলেন, বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য নানান জায়গা থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আপনারা জানেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বাংলাদেশকে ভারতের একটি পুতুল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল। তাই তারা প্রথমেই ক্ষমতায় এসে পিলখানার কথিত বিডিআর বিদ্রোহের নামে এই দেশের দক্ষ ও মেধাবী সামরিক অফিসারদের হত্যা করেছে। ইসলাম নির্মূল করতে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সভায় গণহত্যা চালিয়েছিল।গণ অধিকার পরিষদের এই নেতা আরও বলেন, হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকারে দুঃসাহস এতটাই বেড়ে গিয়েছিল যে পরে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বিরোধী দলের বিভিন্ন নেতাকর্মীদের ওপর হামলা মামলা, গুম ও খুন করে তারা একদলীয় শাসন কায়েম করেছিল। দেশটাকে রাজতন্ত্র হিসেবে তৈরি করতে চেয়েছিল। সাধারণ মানুষের কথা বলার বাকশক্তি তারা কেড়ে নিয়েছিল।বাংলাদেশ গণ অধিকার পরিষদের মাদারীপুর জেলা শাখার সভাপতি গাউচ মৃধার সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহকারী আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ মুন্সী, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, এইচ এম রুবেল হুসাইন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি, প্রতিষ্ঠাতা সভাপতি ছাত্র অধিকার পরিষদ মাদারীপুর জেলা, জাহানারা ইসলাম,গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি, ইউসুফ কাজি, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি, শাহারিয়ার মনির সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ, মাদারীপুর জেলা, মো. তারেক হোসেন সহ-সভাপতি গণ অধিকার পরিষদ মাদারীপুর জেলা, ছাত্র অধিকার পরিষদ মাদারীপুর জেলা, যুব অধিকার পরিষদ মাদারীপুর জেলা , অধিকার পরিষদ শরীয়তপুর জেলা ও ছাত্র অধিকার পরিষদ শরীয়তপুর জেলার বিভিন্ন নেতৃবৃন্দসহ অনেকেই ।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান