• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই চৈত্র ১৪২৯ রাত ০৯:২৮:৪৪ (31-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

শিবচরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

মো. রুবেল আহমেদ, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মমিনুর রহমান (৫৫) নামে এক ট্রাভেল এজেন্সির মালিক নিহত হয়েছেন।এসময় শাহাদাত নামে আরেকজন যাত্রী আহত হয়। নিহত মুমিনুর রহমান শিবচর পৌরসভার নলগোড়া গ্রামের ওয়াজ আলী খানের ছেলে।২৯মার্চ বুধবার দুপুর পৌনে দুইটা দিকে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ২৯মার্চ বুধবার দুপুর পৌনে দুইটার দিকে একটি প্রাইভেটকার মাদারীপুর থেকে শিবচর আসছিল। মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কে উত্তর বহেরাতলা ইউনিয়নের সাহেবেরহাট এলাকায় আসলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারে থাকা দুইজন আহত হন।পরে তাদেরকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মুমিনুর রহমানকে মৃত ঘোষণা করেন এবং শাহাদাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।



দর্শনীয় স্থান

  • NO Data Found


মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV