• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ দুপুর ১২:০৮:২৬ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ দুপুর ১২:০৮:২৬ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

ফেনীতে বজ্রপাতে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: ফেনী সদর উপজেলায় বজ্রপাতে আনোয়ার হোসেন (১৪) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। ৯ জুন রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন উত্তর কাশিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত আনোয়ার হোসেন ওই গ্রামের নুর মিয়ার ছেলে। সে উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।নিহতের বাবা নুর মিয়া জানান, প্রতিদিনের মত আজ বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির উত্তর পাশে করা খালের পাশে অবস্থিত একটি ঘাসের জমিতে ঘাস কাটতে যায় সে। এ সময় তার দুছেলে সঙ্গে ছিলেন। মাদরাসা বন্ধ থাকার কারণে ঘাস কাটায় যুক্ত হয় আনোয়ার হোসেনও। তখন খুব জোরে বজ্রপাত ও বিদ্যুৎ চমকাচ্ছিল। মাথায় কাঁচা ঘাসের বস্তা নিয়ে এগিয়ে যাচ্ছিল ওরা তিন জন। মাঝে ছিল আনোয়ার হোসেন। দুজনের মাথায় ঘাসের বস্তা থাকলেও আনোয়ারের হাতে ছিল একটি ঘাস কাটার কাঁচি।তাৎক্ষণিক বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে যায় আনোয়ার হোসেন। এতে বিদ্যুতায়িত হয়ে আনোয়ারের বুকের বাম পাশ ও হাঁটুর নিচের অংশ আংশিক পুড়ে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার আনোয়ার হোসেনকে ঢাকা নিয়ে যেতে পরামর্শ দেন। পথিমধ্যে তার মৃত্যু হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনী মডেল থানার এসআই নাছির উদ্দিন।বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান