• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৪৮:৩২ (28-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৪৮:৩২ (28-Apr-2024)
  • - ৩৩° সে:

নির্বাচনে প্রার্থী হওয়ায় জলঢাকায় বিএনপি নেতা বহিষ্কার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।২৪ এপ্রিল বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বিএনপি বলছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটকে বহিষ্কার করা হয়েছে।এ বিষয়ে ফয়সাল চৌধুরী কমেটের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। দলের কয়েকজন নেতা জানান, আমরা শুনেছি তাকে বহিষ্কার করা হচ্ছে। বহিষ্কারের কারণ হিসেবে উল্লেখ করে তারা জানান, সাম্প্রতিক ২৮ এপ্রিল রবিবার জলঢাকা পৌরসভার উপ- নির্বাচনে তিনি রেল ইঞ্জিন মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান