সাতক্ষীরায় গাঁজাসহ আটক ২
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর থানা পুলিশ পৃথক ২টি অভিযানে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করেছে।৩ ডিসেম্বর রোববার ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থানাধীন ভাদড়া গ্রামে পুলিশ অভিযান চালায়। এতে ওই গ্রামের গোডাউন মোড়-আড়ুয়াখালী রোডস্থ জনৈক রহমদ্দীন গাজী’র বসত বাড়ীর সামনে থেকে ইয়ারুল ইসলামকে গ্রেফ্তার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার ওসি মো. মহিদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. সাইফুল ইসলাম ও এএসআই আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মো. ইয়ারুল ইসলামকে গ্রেফ্তার করে।এ সময় আটক ইয়ারুল ইসলামের কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। আটক মো. ইয়ারুল ইসলাম(৩৯) উপজেলার সাতানী গ্রামের (দহপাড়া) আ. বারী মোল্লার ছেলে।এর আগে ২ ডিসেম্বর শনিবার সাতক্ষীরা থানার এসআই শামীম আকতার ও এএসআই শেখ জাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ভোমরা স্থলবন্দরের ১নং পার্কিংয়ের সামনে থেকে মো. জুলফিকারকে গ্রেফ্তার করে পুলিশ।এ সময় জুলফিকারের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক জুলফিকার(২৩) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার রমজান নগর গ্রামের মো. ফজর আলীর ছেলে। থানায় মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।