• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে পৌষ ১৪৩২ সকাল ১০:২৫:২০ (11-Jan-2026)
  • - ৩৩° সে:

নাটোরে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ

নাটোর প্রতিনিধি: নাটোরে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।১০ জানুয়ারি শনিবার দুপুরে শহরের কান্দিভিটা এলাকায় নার্সিং ইনস্টিটিউটটি পরিদর্শন করেন মন্ত্রণালয়টির সচিব সাইদুর রহমান। এর আগে তিনি ২৫০ শয্যাবিশিষ্ট নাটোর আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেন।পরিদর্শন শেষে তিনি বলেন, নাসিং ইনস্টিটিউটে ডিপ্লোমা কোর্স চালুর বিষয়টি অনুমোদিত আছে। এখন বিএসসি কোর্সের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নেবার চেষ্টা চলছে। দ্রুতই এই প্রতিষ্ঠানে প্রিন্সিপাল নিয়োগ দেওয়াসহ শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেয়া হবে।এসময় তিনি আরও জানান, সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস মেশিন কেনাসহ, চিকিৎসক, জনবল সংকট ও আইসিউ সংকট দূর করা হবে।  

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান