জগন্নাথপুরে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বহুল আলোচিত শামীম হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি মো. রবিউল মিয়াকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।১৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয় নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম সোহাগ। এর আগে ১৬ নভেম্বর রোববার রাত ১১টা ৪০ মিনিটে র্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ) এবং র্যাব-১১, সিপিসি-২ (কুমিল্লা) এর একটি যৌথ আভিযানিক দল কুমিল্লার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব দেশে মাদকদ্রব্য উদ্ধার, সন্ত্রাস দমন, হত্যা মামলা তদন্ত, জঙ্গি দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শামীম হত্যা মামলার পর থেকেই র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়।কেএম শহিদুল ইসলাম সোহাগ আরও জানান, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। আটক রবিউলকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।