• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ০৮:২৪:৪০ (12-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ০৮:২৪:৪০ (12-Oct-2024)
  • - ৩৩° সে:

পাপুয়া নিউগিনিতে ৬.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ পাপুয়া নিউগিনিতে। স্থানীয় সময় ২৬ ফেব্রুয়ারি রোববার ভোরে রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে দেশটি।ভারতীয় গণমাধ্যম এনডিটিভি, রয়টার্সসহ একাধিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।খবরে বলা হয়েছে, পাপুয়ার ক্যান্ড্রিয়ান অঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। প্রাথমিকভাবে কোন হতাহত কিংবা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৮.২ কিলোমিটার গভীরে।এর আগে ২০১৮ সালে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। সে সময় দেশটিতে শতাধিক মানুষ প্রাণ হারায় এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।