• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:০৫:৩৬ (14-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:০৫:৩৬ (14-Jan-2025)
  • - ৩৩° সে:

কাপ্তাই হ্রদ দিয়ে ভারতে পাচারকালে দেশীয় রসুন জব্দ

রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য রাঙামাটি জেলার কাপ্তাই হ্রদ ব্যবহার করে প্রায় প্রতিদিনই চোরা চালানি সিন্ডিকেট চক্র দেশীয় রসুন পাচারের পাশাপাশি ভারতীয় সীমান্ত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ সিগারেটসহ বিভিন্ন জিনিসপত্র পাচার করছে।  ১৬ ডিসেম্বর সোমবার বিকেলে রাঙামাটির বরকল উপজেলাধীন ছোট হরিণায় প্রায় ৬৮০ কেজি দেশীয় রসুন আটক করেছে বিজিবি।বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ জানান, পিএসসির নেতৃত্বে একটি টহলদল ছোট হরিণা বাজারঘাট নামক চেক পোস্টে অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৬৮০ কেজি বাংলাদেশি রসুন জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৬৩ হাজার ২০০ টাকা।তিনি আরও বলেন, জব্দ রসুন সীতাকুন্ড কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান