• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩২ রাত ০৩:৫৯:২৫ (02-Nov-2025)
  • - ৩৩° সে:

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নানা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।২৭ অক্টোবর সোমবার দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে অভিযান পরিচালনাকালে এসব তথ্য পান দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম।অভিযান শেষে ঠাকুরগাঁও জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইমরান হোসেন সাংবাদিকদের জানান, অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পান তারা। এর মধ্যে রোগীদের দেয়া খাবার নিম্নমানের এবং পরিমাণে কম। হাসপাতালের গুদামে প্রয়োজনীয় ওষুধ মজুত থাকলেও রোগীদের তা না দিয়ে বাইরের দোকান থেকে কেনানো হয়।কিছু রোগ নির্ণয়ের যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে থাকায় রোগীদের বাইরের ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে বেশি খরচে পরীক্ষা করাতে হচ্ছে। হাসপাতালটিতে ডাক্তার সংকট প্রকট। এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পত্র পাঠানো হবে।এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য ও পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ চৌধুরী জানান, যেগুলো সমস্যা রয়েছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করবো। ভুল ত্রুটি থাকবেই সেগুলো ঠিক করতে হবে।