ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে খাবার টেবিল থেকে ফেলে দিল ইসরাইল পণ্য
উত্তরা (ঢাকা) প্রতিনিধি: ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে খাবার টেবিলে দেয়া হয় সাদা পানি কাচ্চি ও সাথে কোমল পানি। কমল পানিটি ইসরাইল পণ্য হওয়ায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হকের আহ্বানে খাবার টেবিল থেকে পণ্যটি বর্জন করে নেতা কর্মী।এসময় আমিনুল হক পণ্যটি মুখ খুলে ভেতরের কোমল পানি গুলো মাটিতে ফেলে দেন। তার আহ্বানে ও দেখা দেখিতে সেখানে থাকা প্রায় ৫০০০ নেতা কর্মী কমল পানিটি বর্জন করে।৭ এপ্রিল সোমবার দুপুরে উত্তরা ১৩ নম্বর সেক্টর মাঠে ঈদ পুনর্মিলনী আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এ সময় মহানগর নেতাকর্মী সহ রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল সেখানে উপস্থিত ছিলেন।এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান ইসরাইল পণ্য বর্জনের আহবান করেন। তিনি বলেন, এই প্রথমবারের মত স্বাচ্ছন্দ্যে আমরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করতে পেরেছি। আপনারা রমজানে অনেক কষ্ট করেছেন ভাল মতন কোন খেদমত আপনাদের করতে পারিনি। এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আপনাদের সেবা করতে চাই।আপনাদের দুঃখ ভাগাভাগি করতে চাই। তারই অংশ হিসেবে আমরা ঢাকার সবাইকে নিয়ে এই মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছি। এসময় তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করেন।অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ইসরাইল বাহিনী ফিলিস্তিনির উপর যে আগ্রাসন চালাচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর পাশাপাশি আমার দলীয় নেতা নেত্রীরা যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে বলছি আজ থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে আমরা ইসরাইলের সকাল পণ্য বর্জন করব। এসময় নেতাকর্মীদেরকে হাত তুলে সমর্থন দেয়া আহ্বান জানান আমিনুল।তিনি আরো বলেন, দেশের মানুষ শান্তি চায়। দেশের মানুষ নির্বাচন চায়। দেশের মানুষ ভোট দিতে চায়। দেশের মানুষ সংস্কার চায়। কিন্তু সে সংস্কার হতে হবে গণতান্ত্রিক একটি দল একটি সরকারের মাধ্যমে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য খুব শীঘ্রই অবাধ সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা।ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব হাজী মোস্তফা জামানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক, মো. আক্তার হোসেন, আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, তুহিরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন আহমেদ, হাজী মোঃ ইউসুফ, মোঃ আফাজ উদ্দিন, মোঃ শাহ আলম,মাহাবুবুল আলম মন্টু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সদস্য মো: আলাউদ্দিন সরকার টিপু, দক্ষিণ খান থানার বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো হেলাল তালুকদার, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো: হারুন অর রশীদ খোকা, বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক মনির হোসেন ভুঁইয়াসহ আরও অনেকে।