• ঢাকা
  • |
  • রবিবার ২৩শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০১:৫৯:২৯ (07-Dec-2025)
  • - ৩৩° সে:

খোকসায় তিনটি আগ্নেয় অস্ত্র উদ্ধার

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় পরিত্যক্ত অবস্থা থেকে উদ্ধার করা দুইটি পিস্তল ও একটি ওয়ার শুটার গান থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনা বাহিনী।খোকসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, ৫'ডিসেম্বর শুক্রবার সকালে কুষ্টিয়া সেনা ক্যাম্পের রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি ইউনিটের একটি দল তাদের উদ্ধার করা দুইটি পিস্তল, একটি ওয়ার শুটার গান ও তিনটি অব্যহৃত আগ্নেয় অস্ত্রের গুলি পুলিশের কাছে হস্তান্তর করেছে।খোকসা থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মেহেদীর নেতৃত্বে কুষ্টিয়া সেনা ক্যাম্পের রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি ইউনিটের একটি দল ৪'ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ওসমানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ওসমানপুর কলপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানিক দল এই গ্রামের জনৈক আসাদুর জামানের একটি পাটকাঠির গাদার নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, তিনটি গুলি, দেশীয় চাকু ও হাসুয়া উদ্ধার করে।পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন বলেন, সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত আগ্নেঅস্ত্র থানায় হস্তান্তর করে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান