কুষ্টিয়ায় হাড়কাঁপানো শীতে জবুথবু নিম্ন আয়ের মানুষ
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: মেঘলা আকাশ আর উত্তর-পশ্চিম দিক থেকে বইতে থাকা কনকনে হিমেল বাতাস ও শৈত্যপ্রবাহের পাশাপাশি ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে কুষ্টিয়ার খোকসা। গত দুইদিন দেখা মেলেনি সূর্যের। শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।শীতের সাথে সাথে শীতজনিত স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। বিশেষ করে শিশু, প্রবীণ ও দুর্বল রোগীদের মধ্যে শ্বাসকষ্ট ও সর্দি-কাশির মতো সমস্যা দেখা দিচ্ছে।রাত থেকে ভোর পর্যন্ত একটানা কুয়াশা ও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঝরছে কুয়াশা বৃষ্টি। সন্ধ্যার পর পরই হাটবাজার সড়ক-মহাসড়ক ফাঁকা হয়ে যাচ্ছে। তীব্র ঠাণ্ডার কারণে একটু উষ্ণতা খুঁজতে ছিন্নমূল ও দুস্থ পরিবারের লোকজন খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।কুষ্টিয়ার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, গত দুই দিন ১৪ ডিগ্রী সেলসিয়াসে তাপমাত্রা উঠা-নামা করছে। দিনের বেলাতেও তাপমাত্রা উল্লেখযোগ্য বৃদ্ধি পায়নি।উপজেলার ওসমানপুর এলাকার দিনমজুর মতিয়ার রহমান বলেন, 'কাজের সন্ধানে সকালে এসেছি। শহরে লোকজন কম। এখন পর্যন্ত কাজ জোটেনি। কাজের আশায় অপেক্ষায় আছি।'পৌর শহরের অটোরিকশা চালক শামসুল আলম বলেন, 'সকালে এসেছি। রাস্তাঘাটে যাত্রী নেই। বসে আছি। ভাড়া না পেলে পরিবার পরিজন নিয়ে কী খাবো তা নিয়ে দুশ্চিন্তায় আছি।'