• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই চৈত্র ১৪২৯ দুপুর ১২:১৩:২৭ (24-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

হবিগঞ্জে বাস উল্টে নিহত ৪, আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে বাস উল্টে ৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে পরিচয় মিলেছে ৩ জনের। এ দুর্ঘটনায় কমপক্ষে আরও ২০ জন আহত হয়েছেন।১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলার হবিগঞ্জ-সিলেট মহাসড়কের বাগানবাড়ি এলাকায় ঘটে এ দুর্ঘটনা।নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আব্দুল হামিদের পুত্র নাদিম হোসেন (৩৫), চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের সারের কোনা গ্রামের আব্দুস সালামের পুত্র এনজিওকর্মী জামাল মিয়া (৩৪) ও নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাও গ্রামের বাসিন্দা এমরান মিয়া (২৫)। এখন অজ্ঞাত (৩৫) একজনের পরিচয় জানা যায় নি।আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।হবিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাকরিয়া হায়দার গণমাধ্যমকে তিনটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।দুর্ঘটনা প্রসঙ্গে বাহুবল মডেল থানার ইনস্পেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস বাসটি যাত্রী নিয়ে হবিগঞ্জ আসছিল। পথে মহাসড়কের বাগানবাড়ী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপরেই উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৩ যাত্রী নিহত হন। আহত হন আরও অন্তত ২০-২৫ জন। আহত অবস্থায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান একজন।তিনি বলেন, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, বাহুবল মডেল থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 



দর্শনীয় স্থান

  • NO Data Found


মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV