• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০১:৫০:২৮ (04-Dec-2025)
  • - ৩৩° সে:

শ্রীপুরে প্রতিবন্ধীদের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় গাজীপুরের শ্রীপুর পৌর শহরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  ৩ ডিসেম্বর বুধবার সকালে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির উদ্যোগে এই আয়োজন করা হয়।শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির আজাদ মন্ডল, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক মাহফুল হাসান হান্নানসহ অন্যান্য নেতারা। ​উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড় শতাধিক প্রতিবন্ধী নারী-পুরুষ দোয়া মাহফিলে অংশ নেন। প্রধান অতিথি, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়াকে "গণতন্ত্রের প্রতীক" এবং "দেশের অগণিত মানুষের ভালোবাসার নেতা" হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বেগম জিয়া অসুস্থ থাকায় পুরো দেশবাসী উদ্বেগে রয়েছে এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য তাঁর সুস্থতা একান্ত প্রয়োজন। এ সময় তিনি দল-মত নির্বিশেষে সবাইকে বেগম জিয়ার জন্য দোয়া করার আহ্বান জানান।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান