• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ১০:১৩:৪২ (13-Dec-2025)
  • - ৩৩° সে:

শ্রীপুরে মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে 'পাথর নিক্ষেপ

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামে মাদকাসক্ত সন্তানের দীর্ঘদিনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে এলাকাবাসী। মাদক কেনার টাকার জন্য অভিযুক্ত যুবক খলিল (৩২) তার মা খোদেজা খাতুনকে ইট ও লাঠি দিয়ে আঘাত করে মায়ের পা থেঁতলে দেন, এতে তিনি গুরুতর আহত হন।দীর্ঘদিন ধরে মায়ের ওপর চালানো এই নির্মম নির্যাতনের প্রতিবাদে এবং সমাজে একটি বার্তা দিতে এলাকাবাসী অভিনব উপায়ে খলিলকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।১৩ ডিসেম্বর শনিবার সকালে স্থানীয়রা আঞ্চলিক সড়কের পাশে বুকসমান একটি গর্ত করে অভিযুক্ত খলিলকে সেখানে পুঁতে রাখে এবং মায়ের হাতে পাথর বিক্ষেপ করেন।প্রায় এক ঘণ্টা ধরে এভাবে থাকার পর খলিল মাটি সরিয়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে পুনরায় আটক করে।স্থানীয় বাসিন্দারা জানান, খলিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নেশার টাকার জন্য নিয়মিত মা-বাবাকে মারধর করে আসছিল। গ্রাম্য সালিশ ও মুচলেকার মাধ্যমে একাধিকবার সতর্ক করার পরও তার আচরণে কোনো পরিবর্তন না আসায়, মায়ের সম্মতিতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়।এই ঘটনাটি সমাজে মাদকাসক্তি ও পারিবারিক নির্যাতনের ভয়াবহ পরিণতি এবং আইন হাতে তুলে নেওয়ার মতো সামাজিক প্রতিবাদের চিত্র তুলে ধরে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান