• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৮:২৫:০৮ (08-Dec-2025)
  • - ৩৩° সে:

শ্রীপুরে সরকারি রাস্তার ইট তুলে বালু ভরাট, শত শত মানুষের চলাচল বন্ধ

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে সরকারি বরাদ্দকৃত একটি গুরুত্বপূর্ণ রাস্তার ইট তুলে ফেলে বালু ভরাট করে চলাচলের পথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এর ফলে শত শত সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয়দের দাবি, উপজেলা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে পুনরায় রাস্তাটি আটকে দেওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্যবহৃত এবং ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত এই রাস্তাটি হঠাৎ করেই দখলের কবলে পড়ে। পরিবেশ নিয়ে কাজ করা পরিচিত ব্যক্তিত্ব সাঈদ চৌধুরী এই রাস্তাটি ব্যবহার করতেন।তিনি জানান, রাস্তার এই জমিটি তিনি তার প্রতিবেশীর কাছ থেকে ৯ লক্ষ টাকা দিয়ে কিনে জনসাধারণের চলাচলের জন্য রাস্তা তৈরি করেন। পরে ইউনিয়ন পরিষদের বরাদ্দে সেখানে পাকা ইট বিছানো হয়।অভিযোগ উঠেছে, সম্প্রতি 'সরকার পতনের পর' একটি মহল একজন বৃদ্ধ মহিলাকে জমি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে উসকে দেয়। এরপর রাতের আঁধারে সরকারি রাস্তার ইটগুলো তুলে ফেলা হয় এবং সেখানে বালু ফেলে পথটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।​এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে শ্রীপুর উপজেলা প্রশাসনের একজন এক্সিকিউটিভ (কর্মকর্তা) ঘটনাস্থলে যান। তিনি কাগজপত্র যাচাই-বাছাই করে রাস্তাটি জনচলাচলের জন্য বাধাহীন রাখার নির্দেশ দেন।তবে প্রশাসনের সেই নির্দেশকে উপেক্ষা করেই দখলদার মহলটি পুনরায় রাস্তাটি আটকে দিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করে, যা স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের জন্ম দিয়েছে।​সাঈদ চৌধুরী বলেন, "রাস্তাটি আমার ও জনগণের চলাচলের জন্য উন্মুক্ত ছিল এবং সরকারি বরাদ্দও ছিল। সামান্য জমির লোভে একটি মহল শত শত মানুষের পথ রুদ্ধ করে দিল। প্রশাসনের লোক এসে দেখে যাওয়ার পরও কীভাবে তারা আবার এটি বন্ধ করার সাহস পায়? আমরা অবিলম্বে রাস্তাটি উন্মুক্ত করে দেওয়াসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।"এলাকার সাধারণ মানুষ দ্রুত রাস্তাটি পুনরুদ্ধার করে জনচলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান