• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০২:৩১:০৬ (04-Dec-2025)
  • - ৩৩° সে:

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৮টি কক্ষ পুড়ে ছাই, নিঃস্ব দুই ভাইয়ের পরিবার

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: ​গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ মধ্যে পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির আটটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এতে রফিকুল ইসলাম ও আব্দুল মালেক নামে দুই ভাইয়ের প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।​শ্রীপুর উপজেলার কাওরাইদ মধ্যে পাড়া এলাকা, কাওরাইদ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন, এলাকায় ৩ ডিসেম্বর বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।​​স্থানীয় বাসিন্দারা জানান, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে প্রথমে একটি কক্ষে আগুন লাগে। মুহূর্তেই সেই আগুন চারদিকে ছড়িয়ে ভয়াবহ রূপ নেয় এবং আটটি ঘরকে গ্রাস করে। ঘুমে থাকার কারণে পরিবারের সদস্যরা পরনের কাপড় ছাড়া মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ কোনো মালামালই বের করতে পারেননি।​ভুক্তভোগী রফিকুল ইসলাম আক্ষেপ করে বলেন, ‘আমরা নিঃস্ব হয়ে গেলাম।’​​খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত সোয়া ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।​শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকেই এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান