• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০১:৩১:২০ (13-Dec-2025)
  • - ৩৩° সে:

গাজীপুরে জামায়াতের মনোনীত প্রার্থী শাহ আলম বকশীর মতবিনিময়

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর-১ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাহ আলম বকশী শুক্রবার দুপুরে তার অফিসে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন।এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকার সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, ভোটারদের প্রত্যাশা, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।সভায় বক্তব্য রাখতে গিয়ে শাহ আলম বকশী বলেন, এই নির্বাচনে জনগণের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ভোটাররা যেন নির্ভয়ে, নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারেন—সেই পরিবেশ সৃষ্টি করা আমাদের সবার দায়িত্ব। আমি আশা করি, গাজীপুর-১ আসনের জনগণ শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক শফিউদ্দিন, যিনি তার বক্তব্যে দলের বিভিন্ন সাংগঠনিক দিক, নির্বাচনী প্রস্তুতি, তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের করণীয় তুলে ধরেন। এছাড়াও জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা মতবিনিময় সভায় অংশ নেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান