• ঢাকা
  • |
  • শনিবার ২২শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ১০:৩৮:৪১ (06-Dec-2025)
  • - ৩৩° সে:

শ্রীপুরে জামায়াতে ইসলামীর আয়োজিত যুব ও ছাত্র সমাবেশ

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গাজীপুর সদর উপজেলা জামায়াতের যৌথ উদ্যোগে যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৬ ডিসেম্বর শনিবার দুপুর আড়াইটায় শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকার শতাধিক যুবক ও শিক্ষার্থী অংশ নেন।সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, দেশের উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণসমাজকে এগিয়ে আসতে হবে। শিক্ষার মানোন্নয়ন, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।গাজীপুর-৩ আসনে জামায়াত মনোনীত এমপি পদ প্রার্থী ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দল কাজ করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করে ভবিষ্যতে গণমানুষের প্রত্যাশা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। তরুণদের দায়িত্বশীল নাগরিক হয়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।সমাবেশে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের আরও অনেকেই বক্তব্য রাখেন। তারা শিক্ষার্থীদের কল্যাণে চলমান কার্যক্রম, নেতৃত্ব বিকাশ, সামাজিক মূল্যবোধ রক্ষা এবং সমাজ উন্নয়নে দলের উদ্যোগ তুলে ধরেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোহাম্মদ আবদুল হাকিম। সঞ্চালনা করেন শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. নূরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইয়াসিন আরাফাত, সভাপতি, গাজীপুর জেলা ইসলামী ছাত্রশিবির,অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, জেলা অ্যাসিস্টেন্ট সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামীআয়োজকরা জানান, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ সমাবেশ যুব ও শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম আরও বর্ধিত করা হবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান