কালিয়াকৈরে বিএনপি দলীয় পদ ফিরে পেলেন পারভেজ আহমেদ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ পুনরায় বিএনপির প্রাথমিক সদস্যপদ ফিরে পেয়েছেন। দীর্ঘদিন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত থাকার পর তার পুনর্বহালের সংবাদে এলাকায় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দের ছোঁয়া দেখা গেছে।দলীয় সূত্রে জানা গেছে, দলীয় নীতি ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত কয়েক মাস আগে কেন্দ্রীয় সিদ্ধান্তে পারভেজ আহমেদকে বিএনপির সব ধরনের পদবী ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। বিষয়টি তখন কালিয়াকৈর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।পরে পারভেজ আহমেদ কেন্দ্রীয় দপ্তরে লিখিত আবেদন জানিয়ে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার অনুরোধ করেন। তার আবেদনের পর দলীয় তদন্ত ও পর্যালোচনার ভিত্তিতে বিএনপির উচ্চ পর্যায়ে বিষয়টি আলোচনা করা হয়। শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত মোতাবেক পূর্বের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।এই বিষয়ে ৮ ডিসেম্বর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক পত্র দলীয় প্যাডে প্রকাশ করা হয়। পত্রে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার জন্য পারভেজ আহমেদকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ প্রদান করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে দলের শৃঙ্খলা বজায় রেখে রাজনীতিতে অবদান রাখার প্রতি আহ্বান জানানো হয়।পারভেজ আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে কালিয়াকৈর উপজেলা ও আশপাশের এলাকায় বিএনপি'র নেতাকর্মীদের মাঝে স্বস্তি ও উৎসাহের সঞ্চার হয়। অনেকেই বিষয়টিকে সংগঠনকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার এক ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখছেন।