• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা পৌষ ১৪৩২ রাত ১২:৪৮:২৭ (18-Dec-2025)
  • - ৩৩° সে:

গাজীপুরে তালাবদ্ধ গুদাম থেকে ১৬ টন ভেজাল সার জব্দ

গাজীপুর উত্তর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় তালাবদ্ধ একটি গুদাম থেকে বিপুল পরিমাণ ভেজাল সার ও ভেজাল সার তৈরির কাঁচামাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা ভেজাল সারের পরিমাণ প্রায় ১৬ টন, যার বাজারমূল্য আনুমানিক ১৮ লাখ টাকা।১৭ ডিসেম্বর বুধবার বিকেলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের ওই গুদামে অভিযান চালানো হয়।অভিযানে ভায়োডিন, বাসুডিন, গ্রোজিংক, জিংক প্লাস, গ্রোজিংক প্লাস, জিপসাম সার, ফরফুরান, রোটনসহ বিভিন্ন ধরনের ভেজাল রাসায়নিক ও ভেজাল জৈব সার জব্দ করা হয়। এছাড়া ভেজাল সার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জামও উদ্ধার করা হয়।শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ জানান, ‘ভেজাল সার মজুদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভেজাল সার ও কাঁচামাল জব্দের পাশাপাশি গুদামটি সিলগালা করা হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।’অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুল আলম ও আফরোজা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র পাল এবং উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান