পীরগাছায় প্রধানমন্ত্রীর উপহার পেল ৭০ পরিবার
মো. রাজীব মুন্সী, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: ‘মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা অনুযায়ী সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য স্বপ্নের নীড় তৈরি করা হয়েছে। সারাদেশের ন্যায় রংপুর জেলার পীরগাছা উপজেলার অনন্দানগর ইউনিয়নে ৭০টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ঘর ও দুই শতাংশ জমির দলিল হস্তান্তর করা হয়েছে।২২ মার্চ বুধবার সকাল ১১ টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি গৃহ হস্তান্তর কর্মসূচির শুভউদ্বোধন ঘোষণা করেন। পরে পীরগাছা উপজেলা নিবার্হী অফিসার নাজমুল হক সুমন প্রধানমন্ত্রীর পক্ষে আনুষ্ঠানিক ভাবে উপজেলার অনন্দানগর ইউনিয়নে ৭০টি পরিবারকে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন।এ সময় প্রধান অতিনি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) রেজাউল করিম।বিশেষ অতিতি হিসাবে উপস্থিত ছিলেন, পীরগাছা উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহাবুব রহমান, নির্বাহী ম্যাজিটেড (ভূমি) মুসা নাসের চৌধুরী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ প্রমুখ।