সরি বললেই হবে না, প্রত্যেকটি খুনের বিচার হতে হবে: ডা. শফিকুর রহমান
রংপুর ব্যুরো: জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডের জন্য কেবল সরি বললেই হবে না, বরং প্রত্যেকটি খুনের বিচার হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমি ডা. শফিকুর রহমান।২৩ জানুয়ারি বৃহস্পতিবার রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন আবু সাঈদ চত্বরে পথ সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় খুনিদের ক্ষমা করার প্রসঙ্গে ডা. শফিক বলেন, খুনিদের ক্ষমা করার তারা কেউ নাএর আগেও রংপুর বিভাগে একাধিক পথসভা হলেও জুলাই বিপ্লবের টার্নিং পয়েন্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আশেপাশে প্রথমবার কোনো সমাবেশ করল দলটি। এজন্য বিকেল থেকেই বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও শাখা থেকে কর্মী সমর্থকরা জড়ো হতে থাকেন আবু সাঈদ চত্বরে। প্রধান অতিথির বক্তব্যের আগেই সভাস্থল পূর্ণ হয় কানায় কানায়।এ সময় বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখলদারি ও মামলা বাণিজ্যের কঠোর সমালোচনা করে প্রধান অতিথি জামায়াতের আমীর বলেন, এসব বন্ধ না হলে ফের আন্দোলনে নামতে হবে। নৈরাজ্য বন্ধ না হলে শহীদদের রক্ত ছুঁয়ে করা কসমের মর্যাদা রাখতে ফের মাঠে নামবেন তারা।