• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩১ রাত ১২:৫০:২৩ (10-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩১ রাত ১২:৫০:২৩ (10-Oct-2024)
  • - ৩৩° সে:

রাজশাহীতে ৩ ছিনতাইকারী গ্রেফতার, অটোরিকশা উদ্ধার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মতিহারে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা অটোরিকশাটি উদ্ধার করা হয়।৯ অক্টোবর বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াছমিন।তিনি জানান, নওগাঁ জেলার সাপাহার থানার অটোরিকশা চালক মো. রবিউল ইসলাম গত ৬ অক্টোবর সন্ধ্যায় নগরীর সাহেব জিরো পয়েন্ট থেকে তিনজন যাত্রী নিয়ে মতিহার থানার খড়খড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬নং গেটের কাছাকাছি পৌঁছালে যাত্রীবেশে থাকা আসামিরা পিছন থেকে রবিউলকে আঘাত করে। এরপর তারা পাশে একটি গাছের সঙ্গে রবিউলকে বেঁধে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। রবিউলের অভিযোগের প্রেক্ষিতে মতিহার থানায় একটি মামলা হয়।তিনি আরও জানান, মতিহার থানার এসআই এটিএম আশেকুল ইসলাম ডাঁশমারী পূর্বপাড়া করিডোর মোড় থেকে আসামি শরিফুল ইসলামকে (২৬) গ্রেফতার করেন। তার দেওয়া তথ্যমতে আসামি নাজিউর রহমানকে (২৬) এবং অপর আসামি তারিকুলকে (২৪) তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।শরিফুল রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁশমারী পূর্বপাড়ার মো: রফিকুল ইসলামের ছেলে, নাজিউর রহমান একই এলাকার মুনসুর রহমানের ছেলে ও অপর আসামি তারিকুল ইসলাম মো: জয়নালের ছেলে।তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান সাবিনা ইয়াছমিন।