• ঢাকা
  • |
  • রবিবার ৯ই আশ্বিন ১৪৩০ রাত ১০:৪৬:৩১ (24-Sep-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই আশ্বিন ১৪৩০ রাত ১০:৪৬:৩১ (24-Sep-2023)
  • - ৩৩° সে:

শার্শায় চেতনানাশক স্প্রে করে সর্বস্ব লুট

যশোর (দক্ষিণ) প্রতিনিধি: যশোরের শার্শায় চেতনানাশক ওষুধ স্প্রে করে নগদ টাকা, সোনার গয়না ও মূল্যবান জিনিসপত্র লুট করেছে অজ্ঞান পার্টির সদস্যরা। ২৩ সেপ্টেম্বর রোববার রাতে উপজেলার কায়বা ইউনিয়নের ভবানিপুর গ্রামের সেলিম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিম হোসেন বাদি হয়ে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। ভুক্তভোগী পরিবারের ৪ সদস্য এখন বাড়িতে চিকিৎসাধীন আছেন। এরা হলেন- সেলিম হোসেন (৫০), তার স্ত্রী আকলিমা খাতুন (৩৪), মেয়ে সাদিয়া (২৪) ও মারিয়া (৯)।ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, ২৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে ঐ পরিবারের সকল সদস্যকে চেতনানাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে অজ্ঞান পাটির সদস্যরা। পরে দেয়াল টপকে বেলকনি ভেঙে ঘেরের ভেতরে প্রবেশ করে ৩ ভরি সোণার গয়না, নগদ ১ লাখ ৮০ হাজার টাকাসহ অন্যন্য জিনিসপত্র নিয়ে যায়।এ ঘটনায় শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে ঘটনাস্থল পরিদর্শন করতে বলা হয়েছে। পরিদর্শন শেষে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ASIAN TV