• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:০১:৫২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৯:০১:৫২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

নীলফামারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোন অগ্নিদগ্ধ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার সদর উপজেলার হাজী পাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দুই বোন অগ্নিদগ্ধ হয়েছে।আহত দুই বোন হলেন সুইটি আক্তার (২০) এবং তাসকিনা আক্তার (২৩)। তারা জেলার ডোমার উপজেলার হরিণচড়া গ্রামের আবুল কাশেমের কন্যা।এ অগ্নিদগ্ধের ঘটনাটি ঘটেছে ২৯ এপ্রিল মঙ্গলবার সকালে।জানা যায়, উত্তরা ইপিজেড এলাকার সেকশন সেভেন কোম্পানিতে কর্মরত এই দুই বোন ভাড়াটিয়া হিসেবে ইপিজেড এলাকার হাজী পাড়ায় বসবাস করতেন। ঘটনার সময় তারা রান্না করছিলেন। এসময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া দেখে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন এবং উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক অবস্থা পর্যবেক্ষণ করে আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।এ ঘটনায় খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান