• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০১:২৯:১২ (15-Dec-2025)
  • - ৩৩° সে:

সৈয়দপুর ইকরা মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দী

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ইকরা নূরানী হাফিজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের দস্তারবন্দী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।১৩ ডিসেম্বর শনিবার ইকরা বাংলাদেশ স্কুল সৈয়দপুর শাখা এ আয়োজন করে। শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাসে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলহাজ হযরত মাওলানা হারুন রেয়াজী-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আবু জাহিদ বসুনিয়া রংপুর, মাওলানা ক্বারী আজিজুল হক, মাওলানা আবেদ আলী ফারুকী, মুফতি আব্দুল মজিদ, মাওলানা আনোয়ারুল আলম শাহ।এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দপুরের মান্যগণ্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও জনসাধারণ।সভাটি পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ হযরত মাওলানা ক্বারী মো. মাকসুদুর রহমান।