সৈয়দপুরে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে সরকারের দেওয়া বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে আনন্দে মাতোয়ারা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা।১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এই বই বিতরণ কার্যক্রম শুরু করা হয়।উপজেলার অন্যতম বিদ্যাপীঠ খালিশা বেলপুকুর স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আমিরুল ইসলাম। তিনি স্কুল শাখা এবং কিন্ডারগার্টেন শাখার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।বই বিতরণকালে অধ্যক্ষ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘নতুন বইয়ের যত্ন নিতে হবে। আমরা চাই শিক্ষার্থীরা সঠিক শিক্ষা গ্রহণ করে সৎ চরিত্রবান নাগরিক হিসেবে গড়ে উঠুক এবং দেশ ও দশের সেবায় কাজ করুক।’এ সময় প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের নতুন বছরের শুভেচ্ছা জানান এবং তাদের পাঠদানে উৎসাহিত করেন।সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল আলম জানান, ‘বছরের প্রথম দিনেই যেন সব শিক্ষার্থী বই পায় তা নিশ্চিত করা হয়েছে। আমরা চাহিদা অনুযায়ী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগেই বই পৌঁছে দিয়েছি। আজ বছরের প্রথম দিনে প্রতিষ্ঠান প্রধানরা উৎসবের আমেজে শিক্ষার্থীদের হাতে বইগুলো তুলে দিচ্ছেন।’