• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই আশ্বিন ১৪৩০ বিকাল ০৪:২২:৪২ (03-Oct-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই আশ্বিন ১৪৩০ বিকাল ০৪:২২:৪২ (03-Oct-2023)
  • - ৩৩° সে:
icon

বন্ধুদের হাতে বন্ধু খুন: গ্রেফতার ৪

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে মোর্শেদুল ইসলাম হত্যার ঘটনায় অভিযুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিরা নিহতের বন্ধু বাদশা আলমগীর, ইব্রাহিম ইসলাম, সেলিম মিয়া ও আনারুল ইসলাম বলে নিশ্চিত করেছে পুলিশ। ২ অক্টোবর সোমবার দুপুরে নীলফামারী জেলা পুলিশের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান পুলিশ সুপার মো. গোলাম সবুর।পুলিশ জানান, হত্যার শিকার মোর্শেদুল ও অভিযুক্ত আসামিরা একসাথে নিয়মিত গাঁজা সেবন করতেন। তাদের মধ্যে টাকা লেনদেন নিয়েও বিরোধ ছিলো। হত্যার শিকার মোর্শেদুল আসামি ইব্রাহিমের বোন পালিয়ে বিয়ে করেছে বলে এলাকায় মিথ্যা তথ্য রটিয়ে বেড়াতেন। অন্যদিকে আরেক আসামি সেলিমের বিয়ে ভেঙে দেয়ার অভিযোগ আছে মোর্শেদুলের বিরুদ্ধে। এসব কারনে মোর্শেদুলকে শায়েস্তা করার পরিকল্পনা করেন আসামিরা। ২৪ আগস্ট রাতে আসামি ইব্রাহিম গাঁজা কিনে ফোন করেন মোর্শেদুলকে। সে আসলে আসামিরা তাকে হত্যা পর কাপড় দিয়ে বস্তার মতো বেঁধে কারবলার ডাঙ্গার ধাইজান নদী খননের বালুর স্তূপে পুতে রাখে।হত্যাকাণ্ডে জড়িত আরও ২ আসামিকে গ্রেফতারে চেষ্টা করছে পুলিশ।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান



ASIAN TV