সৈয়দপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী মতবিনিময় সভা
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে পৌর বিএনপি আয়োজনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর সোমবার রাত আটটার দিকে শহরের আদিবা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।সৈয়দপুর পৌর বিএনপি’ সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ বাবলুর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের (এমপি) প্রার্থী সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন, সহ-সভাপতি কাজী একরামুল হক, জিয়াউল হক জিয়া, সি. যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, দপ্তর সম্পাদক লালবাবু, পৌর বিএনপির সি. সহ-সভাপতি শাহিন হোসেন, সহ-সভাপতি রুহুল আমীন, আনোয়ার হোসেন হাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান, রাশেদ বাবু, সাংগঠনিক সাহাবু্দ্দিন বাদল, মাহবুব আলম, গুড্ডু, রনিসহ পৌর বিএনপি’র বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ।সভায় বক্তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষ কে বিজয় করার অঙ্গীকার ব্যক্ত করেন।