• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই চৈত্র ১৪২৯ রাত ০৯:৪০:৫২ (31-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

নীলফামারীতে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৬৯ জন

ওবায়দুল ইসলামক, (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীতে নিজ যোগ্যতা ও মেধায় বাংলাদেশ পুলিশের সদস্য (ট্রেইনি রিক্রুট কনস্টেবল) পদে ১২০ টাকা ব্যয়ে চাকুরি পেয়েছেন ৬৯ জন নারী ও পুরুষ।জেলা পুলিশ সূত্রে জানা যায়, ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে আবেদনকারীর সংখ্যা ২ হাজার ৪১৫জন। এর মধ্যে উপস্থিত ২ হাজার ১৭৬ জন। চাকরি প্রত্যাশীদের মধ্যে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে নিয়োগ পান ৬৯ জন। যার মধ্যে রয়েছে ৫৯ জন পুরুষ ও ১০ জন নারী।’২০ মার্চ সোমবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ডিসেম্বর ২০২২ ফলাফল প্রকাশ করা হয়।  এ উপলক্ষে নীলফামারী পুলিশ লাইন্স হলরুমে প্রেস ব্রিফিং আয়োজন করা হয়।প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, ‘স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতেই পুলিশের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতেই ৬৯ জন নারী ও পুরুষকে নিয়োগ দেয়া হয়েছে। প্রকৃত মেধাবীরাই সুযোগ পেয়েছে চাকরিতে।’এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার সদস্য ও রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোছা. সুলতানা রাজিয়া, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস, নীলফামারী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আমিরুল ইসলাম, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সাইফুল ইসলামসহ আরো অনেকে। 



দর্শনীয় স্থান

  • NO Data Found


মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV