সৈয়দপুরে চুরির অপবাদ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে গরু চুরির অপবাদ সহ্য করতে না পেরে রোকনুজ্জামান নামে এক ফল ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। নিজ ঘরের গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।১০ জানুয়ারি শনিবার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে।নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত রোকনুজ্জামান প্রতিদিনের মতো ফল ব্যবসা শেষে রাতে বাড়িতে ফেরেন। এ সময় প্রতিবেশী এক যুবক তাকে ডেকে নিয়ে যান। পরে রাতে জানা যায়, প্রতিবেশী আব্দুর রশিদের একটি গরু চুরি হয়েছে এবং ওই ঘটনার সঙ্গে রোকনুজ্জামান জড়িত ছিল এমন অভিযোগ তোলা হয়।পরিবারের অভিযোগ, ওই রাতেই বোতলাগাড়ী ইউনিয়ন ও কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কয়েকজন লোক মিলে একটি গ্রাম্য সালিস বসান। সেখানে গরু চুরির অভিযোগে রোকনুজ্জামানের ওপর ২ হাজার ২০০ টাকা জরিমানা আরোপ করে বিষয়টি মীমাংসা করা হয়।পরদিন সকালে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়, গরু চোর রোকনুজ্জামানকে এলাকা থেকে বের করে দেওয়া হবে। এই ঘোষণায় মানসিকভাবে ভেঙে পড়ে তিনি নিজ ঘরের গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে এটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।