• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:১২:৫৭ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:১২:৫৭ (12-May-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

আট বছর পর জাবি সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তফসিল

২২ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১:০৭:৩০

আট বছর পর জাবি সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তফসিল

জাবি প্রতিনিধি: প্রায় ৮ বছর পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তফসিল অনুযায়ী আগামী ১৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার  বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিনেট নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাময়িক ভোটার তালিকা প্রকাশ ২৪ সেপ্টেম্বর, সাময়িক ভোটার তালিকার ব্যাপারে আপত্তি দাখিলের শেষ  সময় ২৬ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৪ অক্টোবর পর্যন্ত, বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত ও ৯ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এতে আরও বলা হয়, ১৬ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অফিসার ক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যাক্ট, ১৯৭৩-এর ১৯ (১) (জে) ধারা অনুযায়ী সিনেট সদস্য হিসেবে ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন করা হয়ে থাকে। নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ ৩ বছর হলেও পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত সিনেটর হিসেবে বহাল থাকেন।

এর আগে সর্বশেষ ২০১৫ সালের ১১ অক্টোবর সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বরিশালে কমলো জিপিএ ৫ ও পাশের হার
১২ মে ২০২৪ বিকাল ০৩:৪৮:০০


বাজারে এলো রিয়েলমি সি৬৫ স্মার্টফোন
১২ মে ২০২৪ বিকাল ০৩:৩৭:২৮