মধুখালীতে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে নবাগত ইউএনও মামনুন আহমেদ অনীকের সাথে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরার সঞ্চালনায় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান হেলাল প্রমুখ বক্তব্য রাখেন।