কটিয়াদীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ জালাল উদ্দিন (৩৫) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।৪ ডিসেম্বর বুধবার রাত সোয়া ৯টার দিকে কটিয়াদী সদরের পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক জালাল উদ্দিন কটিয়াদী পশ্চিমপাড়া এলাকার মৃত ইনু মিয়ার ছেলে।জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. রমজান আলীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল জালাল উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।