• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৮:২৬:০৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৮:২৬:০৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কটিয়াদীতে বিক্ষোভ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের কটিয়াদীতে এক বিক্ষোভ মিছিল করা হয়েছে।৭ এপ্রিল সোমবার বিকালে তৌহিদী জনতার উদ্যোগে এ মিছিল বের করা হয়। মিছিলটি কটিয়াদী দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কটিয়াদী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার রিপন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আব্দুল্লাহ আল রোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও. মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম, জেলা ছাত্র দলের সহ-সভাপতি মুশফিকুর রহমান উবায়দুর, উপজেলা মডেল মসজিদের খতিব মুফতী এম এ কামাল উদ্দিন, মাও. তাফাজ্জল হক রাশেদী, মুফতী শফিকুল ইসলাম, মাও. আব্দুল্লাহ, মাও. আল-হাবিব, ব্যবসায়ী মাসুদুজ্জামান বাবু প্রমূখ।বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’, ‘ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক’সহ নানা স্লোগান দেন।বক্তারা বলেন, শিশু, নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলায় মানবতার চরম বিপর্যয় ঘটছে। অথচ বিশ্ব বিবেক আজ চুপ হয়ে আছে। ইসরায়েলি বর্বর হামলা বন্ধ করার জন্য বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।এসময় ইসরাইলি সকল পণ্য বয়কট এবং গাজায় গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে বিবৃতি প্রদানেরও আহ্বান জানান তারা।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান