কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ইউপি চেয়ারম্যানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে আওয়ামী লীগ নেতার বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনসাধারণ।৩ সেপ্টেম্বর রোববার বিকেলে জালালপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঝাকালিয়া রফিক মোড়ে প্রতিবাদ সভা করে।জানা যায়, ২ সেপ্টেম্বর শনিবার কটিয়াদী এস আর অফিসে দলিল লেখকদের নির্বাচন চলছিলো। এ সময় জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম রফিক নির্বাচন পর্যবেক্ষণ করতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা ফখরুল হুদা শানু ও তার দলবল নিয়ে তাকে মারধর করে। এ ঘটনা জানাজানি হলে জালালপুরের সর্বস্তরের জনগণ ক্ষোভে ফেটে পড়ে। এর প্রতিবাদ ও বিচারের দাবিতে রোববার বিকালে জালালপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঝাকালিয়া রফিক মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করে।প্রতিবাদ সভায় সকল ইউপি সদস্য ও স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।পরে রফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কটিয়াদী বাস স্ট্যান্ড গিয়ে শেষ হয়।