• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই আশ্বিন ১৪৩০ সকাল ১১:১৭:৩০ (02-Oct-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৭ই আশ্বিন ১৪৩০ সকাল ১১:১৭:৩০ (02-Oct-2023)
  • - ৩৩° সে:

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ইউপি চেয়ারম্যানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে আওয়ামী লীগ নেতার বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনসাধারণ।৩ সেপ্টেম্বর রোববার বিকেলে জালালপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঝাকালিয়া রফিক মোড়ে প্রতিবাদ সভা করে।জানা যায়, ২ সেপ্টেম্বর শনিবার কটিয়াদী এস আর অফিসে দলিল লেখকদের নির্বাচন চলছিলো। এ সময় জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম রফিক নির্বাচন পর্যবেক্ষণ করতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা ফখরুল হুদা শানু ও তার দলবল নিয়ে তাকে মারধর করে। এ ঘটনা জানাজানি হলে জালালপুরের সর্বস্তরের জনগণ ক্ষোভে ফেটে পড়ে। এর প্রতিবাদ ও বিচারের দাবিতে রোববার বিকালে জালালপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঝাকালিয়া রফিক মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করে।প্রতিবাদ সভায় সকল  ইউপি সদস্য ও স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।পরে রফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কটিয়াদী বাস স্ট্যান্ড গিয়ে শেষ হয়।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান



ASIAN TV