• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই আশ্বিন ১৪৩০ সকাল ১০:২৩:০৫ (02-Oct-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৭ই আশ্বিন ১৪৩০ সকাল ১০:২৩:০৫ (02-Oct-2023)
  • - ৩৩° সে:

মাদারীপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ৩৫, এলাকায় আতঙ্ক

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে ৩ ঘন্টার ব্যবধানে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ১৭ সেপ্টেম্বর রোববার সকাল ৮ টার পর থেকে কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়ন ও সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতরা সবাই মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।জানা গেছে, রোববার সকাল ৮টার পর থেকে কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা ও কালিগঞ্জ এলাকা এবং সদর উপজেলার হোগলপাতিয়ার বিভিন্ন এলাকায় একটি কুকুর ঘুরে ঘুরে একের পর এক পথচারীকে কামড়াতে থাকে। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভয়ে ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছে লোকজন।মাদারীপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নুরুল ইসলাম বলেন, সকাল ৮টার পর থেকে অন্তত ১৫ জন রোগী কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। পরে আহতদের প্রত্যেককে ভ্যাকসিন দেয়া হয়েছে। এর কিছুক্ষণ পরে একই সমস্যা নিয়ে আরও কমপক্ষে ২০জন রোগী হাসপাতালে আসেন। তাদেরকেও পর্যায়ক্রমে ভ্যাকসিন দেয়া হচ্ছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান



ASIAN TV