স্ত্রীকে উত্যাক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে স্ত্রীকে উত্যক্তেরে প্রতিবাদ করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে পলাশ হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। ২৭ মে শনিবার রাত ৯ টায় এ ঘটনা ঘটে। নিহত পলাশ হোসেন উপজেলার আজমপুর উইনিয়নের মদনপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।নিহতের পরিবার সুত্রে জানা যায়, পলাশের চাচাতো ভাই সুমন প্রায়ই তার স্ত্রীকে উত্যাক্ত করত। এর ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় পলাশ বাড়িতে না থাকার সুযোগে আবারও তার স্ত্রীকে উত্যক্ত করে সুমন।পরে রাতে পলাশ বাড়িতে এলে তার স্ত্রী উত্যক্তের বিষয়টি জানায় । এ ঘটনায় পলাশ তার চাচাতো ভাই সুমনের কাছে প্রতিবাদ করতে গেলে উভয়ের মধ্যেবাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে সুমন ছুরি দিয়ে পলাশকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। নিহত পলাশ ভ্যানচালনার পাশাপাশি কৃষি কাজ করতেন।