• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৩৪:২৬ (28-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৩৪:২৬ (28-Apr-2024)
  • - ৩৩° সে:

রাজীবপুরে ইসতিসকার নামাজ শেষে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: সারাদেশের ন্যায় তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার জনজীবনে। কমছেই না তাপমাত্রা। উল্টো দিন দিন বাড়ছে গরম আর তাপদাহ। বৃষ্টির আশায় প্রহর গুনছে মানুষ। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এসময় মুসল্লিরা আল্লাহর দরবারে দু’হাত তুলে কান্না করেন।২৭ এপ্রিল শনিবার সকালে ১০ টায় রাজীবপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিভিন্ন এলাকা থেকে কয়েকশত মুসল্লি অংশ নেয়।নামাজে ইমামতি করেন রাজীবপুর সরকারি  ডিগ্রি কলেজের প্রফেসর মাওলানা মো. শফিকুল্লাহ। নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে দুই হাত তুলে রহমতের বৃষ্টি বর্ষণের জন্য দোয়া করেন।এসময় মাওলানা হাফিজুর রহমান  বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইসতিসকার বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।তিনি বলেন, রাসুল (সা:) এই নামাজের সময় তার দু’হাত উল্টে মোনাজাত করতেন। তার মানে তিনি পরিস্থিতির পরিবর্তন চাচ্ছেন। আমরাও উনার মতো করে করার চেষ্টা করছি।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান