রাজীবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চর রাজীবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে ১ সেপ্টেম্বর রোববার সকাল ৯টায় উপজেলা পার্টি অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।এসময় উপস্থিত ছিলেন, বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক জননেতা মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক ওসমান গনি, যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মন্ডল, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও তাঁতী দলের সাধারণ সম্পাদক আলমাছ হোসেন, জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদক।আরো উপস্থিত ছিলেন, রাজিবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।