• ঢাকা
  • |
  • সোমবার ১০ই আশ্বিন ১৪৩০ বিকাল ০৩:০২:২৪ (25-Sep-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১০ই আশ্বিন ১৪৩০ বিকাল ০৩:০২:২৪ (25-Sep-2023)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে ফেনসিডিল সেবনের অপরাধে ৩ যুবকের কারাদণ্ড

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ফেনসিডিল সেবনের অপরাধে ৩ যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের জেল প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।১ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বোতলা গ্রামে ধানক্ষেতের পাশে ফেনসিডিল সেবনরত অবস্থায় পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহির ইমাম ভ্রাম্যমাণ আদালতে তাদের এই সাজা প্রদান করেন।সাজাপ্রাপ্তরা হলেন মেডিকেল পূর্বগেট এলাকার মো. শাহজাহান আলীর পুত্র  মো. রিয়াদুস সালেহীন (২৭),  মূলাটোল গ্রামের মো. আব্দুল্ল্যার পুত্র মোঃ জাহিদ হাসান সোহান (২৬) এবং মেডিকেল পাকারমাথা এলাকার মো. আব্দুল কাইয়ুমের পুত্র মোঃ ফাহাদ হোসেন (২৫)।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহির ইমাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ফেনসিডিল সেবনরত অবস্থায় ৩ জনকে আটক করা হয়। আটকদের প্রত্যেককে মাদক সেবনের অপরাধের এক বছর বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জরিমানা অনাদায়ে আরও ২ মাসের জেল প্রদান করা হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান



ASIAN TV