৪৯৬ বোতল ফেনসিডিলসহ নারী আটক
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৪৯৬ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৩।১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামের শামীমা সরকার (৩৯) নামে ওই মাদক কারবারির তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি সালমান নূর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফেনসিডিলসহ ওই নারীকে আটকের তথ্য জানানো হয়।র্যাব জানায়, গ্রেফতার হওয়া শামীমা কালীগঞ্জ উপজেলার সোনাপুকুর এলাকার মৃত শাহ আলম সরকারের কন্যা। তিনি দীর্ঘদিন থেকে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে।র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি সালমান নূর আলম জানান, আটক নারীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।