লালমনিরহাটে ৩৪৪ বোতল এস্কাফসহ মাদক কারবারি গ্রেফতার
লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় র্যাবের-১৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল জাতীয় মাদক এস্কাফ জব্দ ও ১ জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে।৭ জানুয়ারি বুধবার বিকেলে রংপুর সদর কোম্পানির র্যাবের-১৩ সিপিএসসি রংপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ।জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর (কদমতলা) গ্রামে অভিযান চালিয়ে একটি বসতবাড়ির মেঝের নিচে পুঁতে রাখা ড্রামের ভেতর থেকে ও অভিযুক্ত ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেল থেকে মোট ৩৪৪ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। এসময় উপজেলার চন্দ্রপুর বাজার এলাকার বসিন্দার মো. আকিমুল ইসলাম আপেল (৩২)-কে গ্রেফতার করা হয়।র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে জেলার সীমান্তবর্তী এলাকা ও আশপাশের জেলা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তিনি মাদক সংরক্ষণ ও পরিবহনে নানা কৌশল ব্যবহার করতেন।