টুঙ্গিপাড়া মডেল প্রেসক্লাবের উদ্বোধন ও কমিটি ঘোষণা
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের লক্ষ্যে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সমন্বয়ে একদল কলম যোদ্ধাদের নিয়ে গঠিত হয়েছে টুঙ্গিপাড়া মডেল প্রেসক্লাব। নবগঠিত প্রেসক্লাবের কমিটি গঠন ও শুভ উদ্বোধন উপলক্ষ্যে কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।দৈনিক কালবেলার টুঙ্গিপাড়া প্রতিনিধি মেহেদি হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা ও কেক কাটেন। পরে এশিয়ান টেলিভিশনের টুঙ্গিপাড়া প্রতিনিধি হাফিজুর রহমানকে সভাপতি এবং মো. আব্দুর রহিম শেখকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী ৩ বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।এ সময় টুঙ্গিপাড়া মডেল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন এমদাদ, হাবিবুল্লাহ হাবিব, জামাল, শহিদুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।