বঙ্গবন্ধু ভারতীয়দের জন্যও অনুকরণীয়: ভারতীয় হাই কমিশনার
গোপালগঞ্জ প্রতিনিধি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতীয়দের জন্যও অনুকরণীয়।৩ মার্চ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।ভারতীয় হাই কমিশনার বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ-ভারত দুই দেশেরই মানুষ আত্মত্যাগ করেছেন। এই দুই দেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের যে মিল রয়েছে, তা পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।সামজিক নিরাপত্তা ও মানুষের কল্যাণে বাংলাদেশের যে অগ্রগতি, তা সারা পৃথিবীর কাছে অনুকরণীয় উল্লেখ করে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতে উন্নয়নের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা সব সময় চলমান থাকবে।