• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই চৈত্র ১৪২৯ রাত ০৯:৩৩:৩০ (31-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

চরফ্যাশনে দুস্থ-অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ করলেন এমপি জ্যাকব

মেহেদী হান্নান, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা, শশিভূষণ, দুলারহাট থানা এলাকার বিভিন্ন ইউনিয়নে দুস্থ অসহায় মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।২৮ মার্চ মঙ্গলবার নীলকমল, নুরাবাদ, আহাম্মদপুর, আবুবকরপুর ইউনিয়নে এ শাড়ি বিতরণ করেন।শাড়ি বিতরণকালে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব  জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌরসভার মেয়র এম মোরশেদ প্রমূখ।এর আগে, সোমবার থেকে উপজেলার ওমরপুর, আসলামপুর, চর-মাদ্রাজ, জিন্নাগড়, হাজারীগঞ্জ, জাহানপুর, পৌরসভা, চরকলমী, রসুলপুর, এওয়াজপুর, আবদুল্লাহপুর, আমিনাবাদ ইউনিয়নে শাড়ি বিতরণ করা হয়েছে।



দর্শনীয় স্থান

  • tes

মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV