শ্রীবরদীতে অনলাইন বিনিয়োগ স্কিমের ভয়ংকর ফাঁদ
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গড়খোলা বাজারে বিবিএইচ (BBH) নামে একটি সন্দেহজনক বিনিয়োগ স্কিমের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী জাহিদ কাওসার ওরফে শাহালমের বিরুদ্ধে। দরিদ্র ও অশিক্ষিত মানুষকে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে বিনিয়োগ করানো হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।শাহালম তার স্কিমকে লন্ডনের বিখ্যাত বিজ্ঞাপনী প্রতিষ্ঠান Bartle Bogle Hegarty (BBH) এর অংশ হিসেবে পরিচয় দিয়ে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছেন। কিন্তু বাস্তবে তার সঙ্গে আন্তর্জাতিক BBH এর কোনো ধরনের সম্পর্ক নেই। তার পরিচালিত ওয়েবসাইটেরও কোনো বৈধতা কিংবা নিবন্ধন নেই।গড়খোলা বাজারে গিয়ে জানা যায়, ইতোমধ্যে ৮০০’র বেশি বিবিএইচ অ্যাকাউন্ট খোলা হয়েছে। এর মধ্যে প্রত্যেক সদস্যকে ৩ থেকে ১৫ জন নতুন সদস্য আনতে বাধ্য করা হয়। ফলে অল্প সময়েই স্কিমটি মাকড়সার জালের মতো ছড়াতে শুরু করেছে।কাকিলাকুড়ার যুবক রবিন মিয়া বলেন, ‘এটা কোনো ব্যবসা না, এটা মাকড়সার জাল। একজনকে ধরলেই তার মাধ্যমে আরও ১০ জনকে ফাঁদে ফেলছে। সবাইকে বলা হয় আরো লোক আনলে তোমার লাভ বাড়বে। এটাই আসল পনজি ফর্মুলা।’রানীশিমুল এলাকার তরুণ ফারুক হোসেন বলেন, ‘প্রথমে ৩ জন আনতে বলা হয়, পরে বলা হয় ১০–১৫ জন আনলে বেশি লাভ। এটা স্পষ্ট প্রতারণা। যে যত জনকে আনতে পারে, শাহালম তত টাকা কামায়। শেষে সবকিছু ভেঙে পড়বে।’এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শাহালম বলেন, ‘আমি সবাইকে লাভ করিয়ে দিচ্ছি, এই ব্যবসা করে অনেকেই স্বাবলম্বী হচ্ছে। তাই এর পরিধি বাড়ানো হচ্ছে।’তিনি জানান, ‘৩ হাজার টাকা জমা দিলে প্রতিদিন ১০০ টাকা লাভ পাওয়া যায়। আর বেশি মুনাফার জন্য ৮ হাজার থেকে ২৩ হাজার ৫০০ টাকার অ্যাকাউন্ট খুলতে হয়। তবে এই মুনাফা কীভাবে আসে সে বিষয়ে কোনো তথ্য বা কাগজপত্র দেখাতে পারেননি তিনি।কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার বলেন, ‘এটা এক ধরনের বাটপারি ছাড়া কিছুই নয়। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের মুখোশ উন্মোচন করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো।’শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, ‘আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি। এই অনলাইন বিনিয়োগ স্কিম সম্পূর্ণ অবৈধ, আর এতে সংশ্লিষ্ট অনেকেই এক ধরনের ঘোর বা প্রলোভনের মধ্যে রয়েছে। অভিযোগকারীদের আমরা ইউএনও মহোদয়ের কাছে লিখিত অভিযোগ দিতে বলেছি। সেখান থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হলে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’