• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ দুপুর ১২:০৫:৫৩ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ দুপুর ১২:০৫:৫৩ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

শেরপুরে উগ্রবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আলোচনা সভা

শেরপুর প্রতিনিধি: শেরপুরে ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে হেযবুত তওহিদ।১০ জুলাই বুধবার দুপুরে পৌর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তাওহিদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।এ সময় তিনি বলেন, আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। একটি গোষ্ঠী ইসলামকে ব্যবহার করে অর্থনৈতিক স্বার্থ উদ্ধার (ধর্মব্যবসা) করছে। তারা ধর্মকে অবলম্বন করে উগ্রতা, বাড়াবাড়ি, ধর্মান্ধতার চর্চা করছে।তিনি সবাইকে স্বার্থের রাজনীতি, ধর্ম ব্যবসা, ধর্ম নিয়ে অপরাজনীতি, ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপসহীন অবস্থান গ্রহণ করার আহ্বান জানান।হেযবুত তওহিদ শেরপুর জেলা কমিটির সভাপতি মুমিনুর রশীদ পান্নার সভাপতিত্বে এ সময় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফাইদাহ পন্নী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাপ্পাসহ শেরপুর, জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলা কমিটির নেতৃবৃন্দ।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান