• ঢাকা
  • |
  • সোমবার ১০ই আশ্বিন ১৪৩০ বিকাল ০৪:২২:৫৫ (25-Sep-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১০ই আশ্বিন ১৪৩০ বিকাল ০৪:২২:৫৫ (25-Sep-2023)
  • - ৩৩° সে:

মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জীবন উৎসর্গ করেছি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি করে ভাগ্য গড়তে নয় দেশের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করতে এসেছি। আমি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জীবন উৎসর্গ করেছি।২৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।শেখ হাসিনা বলেছেন, ক্ষামতায় এসেই বিএনপি করে দুর্নীতি আর আওয়ামী লীগ করে দেশের মানুষের উন্নয়ন। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কখনোই তুলনা চলে না। তারা এমন রাজনৈতিক দল, যারা নিজেদের গঠনতন্ত্রই মানে না।তিনি বলেন, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে। বিশ্ব বাজারে বিদ্যুতের দাম অনেক বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশে সেভাবে বাড়ানো হয়নি।সরকার প্রধান বলেন, পদ্মা সেতু নিয়ে অনেক অপবাদ দেয়ার চেষ্টা হয়েছিল। চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। দুর্নীতি করে নিজের ভাগ্য গড়তে আসিনি। জনগণের ভাগ্য গড়তে এসেছি। তাই যখন মিথ্যা অপবাদ দেয়, সেই অপবাদ মেনে নিতে আমি রাজি না। বিশ্বব্যাংক অপবাদ দিতে চেয়েছিল। পদ্মা সেতু হওয়ায় মাত্র আড়াই ঘণ্টায় ঢাকা থেকে কোটালীপাড়া আসা যাচ্ছে। আগে লাগতো ২২ থেকে ২৪ ঘণ্টা।তিনি সবাইকে সতর্ক করে বলেন, নিজেদের সন্তান যেন কোনোভাবেই মাদক ও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত না হয় এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান



ASIAN TV