• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৪ঠা চৈত্র ১৪৩১ দুপুর ১২:৩৪:০৯ (18-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৪ঠা চৈত্র ১৪৩১ দুপুর ১২:৩৪:০৯ (18-Mar-2025)
  • - ৩৩° সে:

রাউজানে দুর্বৃত্তের হামলায় ছাত্রদল নেতা গুলিবিদ্ধ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে ছাত্রদল নেতা পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু দূর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা গুরুতর। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।জানা যায়, ১৫ ফেব্রয়ারি শনিবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের আদ্যপীঠ এলাকায় একটি প্রজেক্ট পরিদর্শন করার সময় একদল দুবৃর্ত্তকারী তাকে গুলি করে চলে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থা শঙ্কাজনক হওয়ায় সাথে সাথে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। গুলিবিদ্ধ বাবু ৭নং রাউজান সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ খানখানাবাদ পেয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ির হাফেজ নূর মোহাম্মদ ও মোরশেদা বেগমের বড় ছেলে। তিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য।উত্তর গুজরার বাসিন্দা অপু নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, বাবুর উরুতে এবং পায়ের গোড়ালীতে বেশকিছু গুলি করা হয়েছে। তিনি আদ্যপীঠের একটি প্রজেক্টের কাজে এসেছিলেন। সেখানে পুকুরঘাট নির্মাণের ঠিকাদারি করেন তিনি।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান