পীরগঞ্জে অপহরণের নাটক সাজিয়ে ১ লাখ টাকা দাবি, গ্রেফতার ২
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অপহরণের নাটক সাজিয়ে ১ লাখ টাকা দাবির ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২০ সেপ্টেম্বর বুধবার রাতে উপজেলার রঘুনাথপুর মুন্সিপাড়া রিফাত ট্রেডার্স নামে এক পুরাতন মোটরসাইকল শোরুমের সার্ভিসিং রুম থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলো, পীরগঞ্জে উপজেলার ভাকুড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মাসুম ও উত্তর গুয়াগাঁও গ্রামের বকুল ইসলামের ছেলে সুমন আলী (২২)।পুলিশ জানায়, বুধবার দুপুরে পীরগঞ্জ উপজেলার ভাকুড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে ফয়সাল আহম্মেদ বিপ্লব তার ৩ বন্ধুকে নিয়ে অপহরণের নাটক সাজিয়ে তার নিজস্ব মোবাইল ফোন দিয়ে হাত, পা, মুখ ও চোখ বেঁধে হোয়াটস অ্যাপের মাধ্যমে স্ত্রী ও পরিবারের কাছে ছবি পাঠিয়ে মুক্তিপণের ১ লাখ টাকা দাবি করে।এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তার স্ত্রী ফারহানা নাসরিন পীরগঞ্জ থানায় জিডি করলে রাতেই পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে উপজেলার রঘুনাথপুর মুন্সিপাড়া রিফাত ট্রেডার্স নামে এক পুরাতন মোটরসাইকল শোরুমের সার্ভিসিং রুম থেকে মাসুম ও সুমন আলীকে গ্রেফতার করা হয়।তাদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আসল ঘটনা উন্মোচন হয়।এই অপহরণের মূল হোতা ফয়সাল আহম্মেদ বিপ্লব পলাতক আছেন বলে পুলিশ জানায়।২১ সেপ্টেম্বর দিবাগত রাতে অপহরণের মূল হোতা ফয়সাল আহম্মেদ বিপ্লবের স্ত্রী ফারহানা নাসরিন তার স্বামীসহ মোট ৪ জনকে আসামি করে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ বলেন, একই উদ্দেশ্যে একে অপরের যোগ সাজেসে অপহরণের রূপ ধারণ পূর্বক প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে একটি মামলা হয়েছে। দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।