• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩২ ভোর ০৫:১১:১৭ (26-Nov-2025)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চরাঞ্চলের কৃষকদের মাঝে ১০৯ টি প্রদর্শনীর উপকরণ বীজ ও সার বিতরণ করা হয়েছে।২৩ নভেম্বর রোববার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ীর আয়োজনে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, ঢাকার প্রকল্প পরিচালক মো. জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত কৃষি অফিসার রাফিকা আক্তারসহ আরও অনেকে।বিনামূল্যে বীজ ও সার পেয়ে কৃষকরা জানান, চরাঞ্চলের হতদরিদ্র কৃষকদের জমি থাকলেও অর্থের অভাবে সেগুলো আবাদ করতে পারে না। এবার বিনামূল্যে কৃষি অফিস থেকে বীজ ও সার পেয়ে তারা আশা করছেন তাদের আর কোনো প্রতিযোগী থাকবে না। সেখানে তারা বিভিন্ন ধরনের ফসল চাষ করতে পারবে।বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক জিয়াউর রহমান জানান, ‘বাংলাদেশের প্রত্যেকটি চরাঞ্চলে পতিত জমি ব্যবহারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প পতিত জমি ব্যবহার করে চরের কৃষকদের ভাগ্য উন্নয়নের কাজ করছে।’