ফুলবাড়ীতে বিজিবি'র অভিযানে ৪১ কেজি গাঁজা উদ্ধার
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।১৭ নভেম্বর সোমবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে অনন্তপুর বিওপির টহল দল।বিজিবি জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যে তারা জানতে পারেন চোরাকারবারীরা সীমান্ত দিয়ে গাঁজার একটি চালান ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছে। তথ্যের ভিত্তিতে রাত ৯টা ১৫ মিনিটের দিকে বিজিবির টহল দল পশ্চিম রামখানা এলাকায় অবস্থান নেয়। অভিযানের এক পর্যায়ে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা ধাওয়া দিলে চোরাকারবারীরা তাদের বহন করা বস্তা ফেলে সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে পালিয়ে যায়।পরে ফেলে যাওয়া মালামাল তল্লাশি করে ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ২৫০ টাকা। যদিও অভিযানে কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি, তবে তাদের পরিচয় শনাক্তে তথ্য সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি। দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”