নাগেশ্বরীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
কুড়িগ্রাম প্রতিনিধি: বিনম্র শ্রদ্ধা আর উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।১৭ মার্চ শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নাগেশ্বরী উপজেলা পরিষদ ও প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, শিশু সমাবেশ এবং কেক কেটে উদযাপন করে ।উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে শুক্রবার বেলা ১০টায় অনুষ্ঠানের সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান, থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান প্রমুখ।