• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৮:০৮:১১ (01-Dec-2025)
  • - ৩৩° সে:

বীরপ্রতীক তারামন বিবির ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: মুক্তিযুদ্ধের অন্যতম নারী সৈনিক, বীরপ্রতীক তারামন বিবির ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের ১ ডিসেম্বর কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কাচারীপাড়ায় নিজ বাড়িতে শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগে মৃত্যুবরণ করেন তিনি।১৯৫৭ সালে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার শংকর মাধবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তারামন বিবি। আর্থিক টানাপোড়নের পরিবারে ছোটবেলায় লেখাপড়ার সুযোগ পাননি তিনি। কাজ করতে হয়েছে অন্যের বাড়িতে।১৪ বছর বয়সে মুক্তিযুদ্ধ শুরু হলে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রান্না করতেন। তাদের অস্ত্র লুকিয়ে রাখতেন এবং পাকিস্তানি বাহিনীর খবর সংগ্রহ করতেন। পরে রান্নাঘর থেকে সরাসরি রাইফেল হাতে সম্মুখ যুদ্ধে অংশ নেন এই মহীয়সী নারী।মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীরপ্রতীক খেতাব দেওয়া হয়। তবে দীর্ঘ ২৫ বছর তিনি এ সম্মাননার কথা জানতেন না।ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক বিমলকান্তি দে, স্থানীয় মুক্তিযোদ্ধা সোলায়মান আলী এবং রাজিবপুর কলেজের সহকারী অধ্যাপক আবদুস সবুর ফারুকীর সহায়তায় তাকে খুঁজে বের করা সম্ভব হয়।১৯৯৫ সালের শেষদিকে আনুষ্ঠানিকভাবে তার হাতে বীরপ্রতীকের পদক তুলে দেওয়া হয়। বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মাত্র দুজন নারীর একজন ছিলেন তারামন বিবি।