• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই আশ্বিন ১৪৩০ সকাল ১১:৪২:৫৮ (02-Oct-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৭ই আশ্বিন ১৪৩০ সকাল ১১:৪২:৫৮ (02-Oct-2023)
  • - ৩৩° সে:

বান্দরবানের রোয়াংছড়িতে ২ সশস্ত্র সংগঠনের গোলাগুলিতে নিহত ৮

নুরুল কবির, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে ২ সশস্ত্র সংগঠনের গোলাগুলিতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন।৭ এপ্রিল শুক্রবার সকালে রোয়াংছড়ি সদর ইউনিয়নের খামতাম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মান্নান জানান, রোয়াংছড়ি খামতাম পাড়া এলাকা থেকে সেনা সদস্যদের পোশাক পরিহিত ৮জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহতের মধ্যে সাত জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙ্গাক বম ও লাল ঠা জার বম।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান



ASIAN TV