• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ১১:১৭:৩১ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ১১:১৭:৩১ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

বান্দরবানে বিহার থেকে বৌদ্ধ ভিক্ষুর মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে আর্যগুহা ধুতাঙ্গ বৌদ্ধ বিহারের ধর্মগুরু ড. এফ দীপঙ্কর (৫২) মহাথেরোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়।১৩ জুলাই শনিবার দুপুরে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোদারপার এলাকার আর্যগুহা ধুতাঙ্গ বৌদ্ধ বিহার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ভিক্ষু আর্যগুহা ধুতাঙ্গ বৌদ্ধ বিহারের ধর্মগুরু ছিলেন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি ফরাঙ্গী গ্রামের বাসিন্দা নান্টু বড়ুয়ার ছেলে বলে জানা যায়।স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় ১২ জুলাই শুক্রবার রাতে ধর্মীয় বিভিন্ন কার্যাদি শেষে বিহারের নিজ কক্ষে ঘুমাতে যান দীপঙ্কর মহাথের। শনিবার দুপুরে বিহারের অন্য ভিক্ষুরা ভান্তেকে খাবার দিতে গেলে বিহারের ভেতর ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভান্তের মরদেহ উদ্ধার করে।এদিকে এ ঘটনার পর ভান্তেকে দেখতে বিহারে শত শত ভক্ত জড়ো হয়। ভান্তের মৃত্যুটি রহস্যজনক বলে মনে করছেন তার অনুসারীরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।  এ বিষয়ে রোয়াংছড়ি থানার এসআই (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, বৌদ্ধ বিহারের এক ভান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান