• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৫৪:০২ (28-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৪ই বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৫৪:০২ (28-Apr-2024)
  • - ৩৩° সে:

ঈদ উপহার বিতরণ করলেন মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শেরপুর-২ আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী তার নির্বাচনী এলাকা নকলায় টপ টেন শিক্ষার্থী এবং এলাকার দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করেছেন।৩ এপ্রিল বুধবার সকালে শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নে বারমাইষা উচ্চ বিদ্যালয়ের টালকি বিবিরচর রহমানিয়া ফাজিল মাদ্রাসা, পাঠাকাটা উচ্চ বিদ্যালয়, গৌরদ্বার উচ্চ বিদ্যালয়, চর অষ্টধর  নারায়নখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চন্দ্রকোনা ইউনিয়নে রাজ লক্ষী উচ্চ বিদ্যালয় নকলা পৌরসভা মুজিব শতবর্ষ মঞ্চে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।এ সময় নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।বেগম মতিয়া চৌধুরী তার নির্বাচনী এলাকা শেরপুর-২ আসনের নকলা এবং লালিতাবাড়ির উপজেলায় দুই দিনের সফরের অংশ হিসেবে বুধবার সকাল ৯টায় নকলায় এই ঈদ উপহার বিতরণ উদ্বোধন করে।এরপর তিনি নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের এবং বিকেলে নকলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের এসব উপহার বিতরণ করেন। আগামীকাল বৃহস্পতিবার অনুরূপ ভাবে দুই উপজেলা বাকি ইউনিয়নগুলোতে ঘুরে ঘুরে ঈদ উপহার বিতরণ শেষ করবেন।এসব ঈদ উপহার সামগ্রীর মধ্যে স্কুল ও মাদ্রাসা পর্যায়ে অষ্টম ও নবম শ্রেণিতে পড়ুয়া টপটেন শিক্ষার্থীদের জন্য থ্রি পিস ও শাড়ি এবং এলাকার দরিদ্র মানুষের জন্য শাড়ি, টি-শার্ট, শার্ট ও টাউজার বিতরণ করা হয়। তিনি নকলা উপজেলায় মোট ৪ হাজার ৬০০ জন এলাকাবাসী এবং টপ টেন শিক্ষার্থীদের জন্য ৭০৪ টি থ্রি পিস ও শাড়ি বিতরণ করেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান