বাকেরগঞ্জে এরশাদের জন্মদিন পালিত
উত্তম কুমার, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পার্টির পক্ষ থেকে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দলীয় কর্মসূচির আয়োজন করা হয়।২০ মার্চ সোমবার বরিশাল -৬ আসনের সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনার আয়োজনে বাকেরগঞ্জ বন্দরে জাতীয় পার্টির কার্যালয়ে সকাল ১১ টায় কেক কেটে হুসেইন মুহম্মদ এরশাদের ৯৪ তম জন্মদিন পালন করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হোসেন হাওলাদার, বিপ্লব মিত্র, অ্যাড. মজিবুর রহমান, শহিদুল ইসলাম (শহিদ) গারুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম কাইউম খান, শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া, জাতীয় পার্টি নেতা মনির সন্যামত, উপজেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান (আশিক) প্রমুখ।