রাজশাহীতে হেরোইনসহ আটক ১
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলার গোদাগাড়ী থানার প্রেমতলী সরকারী বালু ঘাট থেকে হিরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।সোমবার (৪ ডিসেম্বর) বিকেল ৫ টায় তাকে এক কেজি হেরোইনসহ আটক করে রাজশাহী জেলা ডিবি পুলিশ। আটক হওয়া মাদক কারবারির নাম মো. সাব্বির রহমান সাকিম (২২)। সে জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র।জানা যায়, রোববার (৩ ডিসেম্বর) বিকেল ৫টায় গোদাগাড়ী থানার প্রেমতলী বাজার এলাকার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি। অভিযানে এসআই মো. নাছিমের নেতৃত্বে পুলিশের একটি দল ১ কেজি হেরোইনসহ মাদক কারবারি মো. সাব্বির রহমান সাকিমকে আটক করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী রফিকুল ইসলাম পালিয়ে যায়। রফিকুল একই উপজেলার হরিপুর বেড়পাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।রাজশাহী ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল আলম বলেন, এ ঘটনায় আটক সাকিমের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়ের করা হয়েছে।