• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই চৈত্র ১৪২৯ রাত ১০:১৪:৩৭ (31-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

রাজশাহী‌তে জনস্বাস্থ্য প্রকৌশলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শাস্তির দাবিতে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী‌তে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনা সার্কেলের প্রকৌশলী জামানুর রহমানের বিরুদ্ধে চাকরির প্রলোভন দে‌খি‌য়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠছে। ওই প্রকৌশ‌লীর শা‌স্তি ও উপযুক্ত বিচার পেতে মানববন্ধন ক‌রে‌ছে ভুক্ত‌ভো‌গী প‌রিবার ও এলাকাবাসী।রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধনে অংশ নেয় স্থানীয় ক‌য়েকশ নারী পুরুষ।মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা, বিটিসি নিউজ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা প্রমুখ।এ সময় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারি কর্মকর্তাদের স্মার্ট হওয়ার বিকল্প নেই। অথচ বিভিন্ন অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। উন্নয়নমুখী বাংলাদেশে এটি দুঃখজনক। এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রকৌশলী জামানুর রহমানের বিরুদ্ধে। এ অভিযোগের সঠিক তদন্ত ও দো‌ষীর উপযুক্ত শা‌স্তির দাবি ক‌রেন তারা।মানববন্ধনে ভুক্তভোগী নারী কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, তার বাবা ওই প্রকৌশলীর অফিসে চাকরি করার সুবাদে জামানুরের সঙ্গে পরিচয় হয়। এ সুযোগে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ ও নির্যাতন করেছেন ওই প্রকৌশলী।  মানববন্ধন শেষে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেও অভিযুক্ত প্রকৌশলীর বিচার দাবি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগী পরিবার।



দর্শনীয় স্থান

  • NO Data Found


মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV