• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ রাত ১১:১২:১৪ (27-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ রাত ১১:১২:১৪ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

বাউফলে উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

পটুয়াখালী (বাউফল) প্রতিনিধি: বাউফলে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। দেশের ক্রমবর্ধমান তাপমাত্রা সহনশীল পর্যায়ে নিয়ে আসা এবং টেকশই উন্নয়ন লক্ষমাত্রা এসডিজি অর্জনের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।২২ এপ্রিল সোমবার পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও সরকারি অফিস আদালতের পতিত জমিতে এসব বৃক্ষ রোপন করা হয়।বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ঘোষিত ১০ দিনে ৫ লক্ষ ও সর্বমোট এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শতাধিক প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়।উপজেলা ছাত্রলীগের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ইউএনও মো. বশির গাজী, ওসি শোণিত কুমার গায়েন, সমাজসেবা অফিসার মনিরুজ্জামান, মৎস অফিসার মো. মাহাবুব আলম তালুকদার, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রানাফ আতিক সাদ্ এবং কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বাউফল উপজেলা ছাত্রলীগের সদস্য মো. ইলিয়াস হোসেন প্রমুখ।উপজেলার বিভিন্ন স্থানে সারা বছরজুড়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের উপস্থিত নেতা-কর্মীরা।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান