• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ বিকাল ০৫:০৪:২৮ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ বিকাল ০৫:০৪:২৮ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

বাউফলের ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে আলোচিত কলেজ ছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামি মো. বাবু মৃধা (৩২) ওরফে পিস্তল বাবুকে র‌্যাব-৮ ও র‍্যাব-১০ ঢাকা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতার আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। ৬ জুলাই শনিবার আনুমানিক বিকাল ৫টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার কদমতলী থানার সুফিয়া হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মেজর সোহেল রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানো হয়।মামলা সূত্রে জানা যায়, ধর্ষিতা ওই তরুণী জেলার বাউফল থানার একাদশ শ্রেণির একজন শিক্ষার্থী। ঘটনার দিন ১১ জুন সকাল সাড়ে ৮টায় ভিকটিম কলেজে যায়। কলেজ শেষে বাড়িতে ফেরার পথে ৩নং আসামি সোহেল তাকে অটোরিকশাযোগে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে রওনা হয়ে বাড়ি থেকে একটু দূরে আমির সিকদারের বাড়ির সামনে নামিয়ে দেয়।সেখান থেকে ভিকটিম পায়ে হেঁটে রওনা হলে আসামি বাবু ও তার সহযোগী ২নং আসামি সুমন তার পিছু নেয় এবং ভিকটিমকে হাত ধরে আমির সিকদারের টিনশেড বসত ঘরের ভিতর নিয়ে গিয়ে আরও অজ্ঞাত আসামিদের সাথে করে পালাক্রমে ধর্ষণ করে।পরবর্তীতে ধর্ষিতা তরুণী বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে পটুয়াখালী জেলার বাউফল থানায় ১৪ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(৩)/৩০ ধারায় একটি মামলা দায়ের করলে আসামি আত্মগোপনে চলে যায়। র‌্যাবের নজরে বিষয়টি আসলে র‌্যাব আত্মগোপনে থাকা আসামিদের গ্রেফতারের জন্য ব্যাপক ছায়াতদন্ত শুরু করে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান